কলম্বো: আগামীকাল শ্রীলঙ্কার (IND vs SL) বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের অভিযান শুরু করবে ভারতীয় দল। প্রথম ম্য়াচে লঙ্কা বাহিনীর বিরুদ্ধে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে খেলা। টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জিতেছে তরুণ টিম ইন্ডিয়া। নতুন অধিনায়ক সূর্যকুমার যাদবের নেতৃত্বে সিরিজে হোয়াইটওয়াশ করেছে ভারতীয় দল। এবার সামনে ৫০ ওভারের ফর্ম্য়াট। আর সেই ফর্ম্য়াটে ফের জাতীয় দলে ফিরতে চলেছেন ভারতীয় ক্রিকেটের ২ আইকন রোহিত শর্মা ও বিরাট কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর দেশের জার্সিতে খেলতে দেখা যায়নি এই দুই অভিজ্ঞ ব্যাটারকে। আর সেই মেগা টুর্নামেন্টের পর ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্য়াটকে বিদায় জানিয়েছিলেন বিরাট-রোহিত দুজনেই। তাই দীর্ঘ প্রায় এক মাস পরে ওয়ান ডে ফর্ম্য়াটের সিরিজে দেশের জার্সিতে ফিরছেন তাঁরা।
কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে ওয়ান ডে সিরিজের প্রথম ম্য়াচে নামার আগে অনুশীলনে বিরাট ও রোহিতের ছবি ভাইরাল হয়েছে। দুজনকেই দেখা গিয়েছে আলাদা করে কোচ গৌতম গম্ভীরের সঙ্গে আলোচনা করতে। শেষবার ৫০ ওভারের ফর্ম্য়াটে গত বছর ওয়ান ড বিশ্বকাপের ফাইনালে খেলতে নেমেছিলেন রোহিত ও বিরাট। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। তাই সেই টুর্নামেন্টে ভারতের এই দুই স্টলওয়ার্টের অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। দলের নতুন কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর গৌতম গম্ভীরও জানিয়েছিলেন যে বিরাট ও রোহিত দুজনেই ওয়ান ডে ফর্ম্য়াটে জাতীয় দলের গুরুত্বপূর্ণ অংশ।
ওয়ান ডে সিরিজে ভারতীয় শিবিরে ফিরেছেন কে এল রাহুল, শ্রেয়স আইয়ারের মত অনেকেই। এছাড়াও টি-টােয়েন্টি ফর্ম্য়াটের অনেকেই আছেন ওয়ান ডে সিরিজে স্কোয়াডে আছেন। এই পরিস্থিতিতে রোহিত শর্মা ও গৌতম গম্ভীরের জন্য একাদশ বাছাইটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে।
এদিকে, রোহিত শর্মাকে ওয়ান ডে সিরিজের আগে শুভেচ্ছা জানালেন সূর্যকুমার যাদব। বিসিসিআইয়ের দেওয়া এক ভিডিও বার্তায় সূর্য বলেন, ''ওয়ান ডে সিরিজের জন্য অনেক অনেক শুভেচ্ছা ভারতীয় দলকে। আমি পুরো সিরিজটিই ভাল করে দেখব। রোহিত ভাই, তোমার ওয়ান লাইনার শোনার জন্য অপেক্ষায় রয়েছি। আমি জানি, তুমি স্টাম্প মাইকের কাছেপিঠেই থাকবে। দলে অনেক নতুন মুখ রয়েছে। আমি নিশ্চিত অনেক গুলো ওয়ান লাইনার শুনতে পারব আমরা।''