চেন্নাই: ইংল্যান্ড সফরে ভারতের টেস্ট দলে তিনি সুযোগ পেয়েছিলেন। কিন্তু একাদশের দরজা খোলেনি। দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ভারতের টেস্ট দল থেকে বাদই পড়ে গিয়েছেন অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran)। বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা ব্যাটারকে ছেঁটে ফেলা হয়েছে টিম ইন্ডিয়া থেকে।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত বলেছেন, টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে তাঁর বাবার অবমাননাকর মন্তব্যের কারণে অভিমন্যু ঈশ্বরণ ভারতীয় টেস্ট দলে তাঁর জায়গা হারিয়েছেন। সম্প্রতি ইংল্যান্ড সফরে একাদশে সুযোগ না পাওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেও বাদ পড়েছেন ঈশ্বরণ।
২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশ সফরের জন্য প্রথম ভারতীয় দলে ডাক পান অভিমন্যু। কিন্তু বেশ কয়েক বছর ধরে দলের নিয়মিত অংশ হওয়া সত্ত্বেও কখনই তাঁর অভিষেক হয়নি। সম্প্রতি, কৃষ্ণমাচারি শ্রীকান্ত জানিয়েছেন, অভিমন্যু প্রথম একাদশে জায়গা না পাওয়ার পরে তাঁর বাবা রঙ্গনাথনের করা অবমাননাকর মন্তব্য দায়ী।
"অভিমন্যু ঈশ্বরণের জন্য আমার খারাপ লাগছে। আমি মনে করি ওর বাবা কিছু কঠোর বক্তব্য দিয়েছেন এবং সম্ভবত সে কারণেই তারা এখন তাকে বাদ দিয়েছে। তবে ঘরের মাঠে রিজার্ভ ওপেনারের প্রয়োজন নেই বলে অজিত আগরকরের যুক্তি ন্যায্য ছিল," শ্রীকান্ত তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন।
ঘরোয়া ক্রিকেটে তাঁর সাফল্য সত্ত্বেও এতদিন তাঁর ছেলেকে বেঞ্চে রাখার জন্য ইশ্বরণের বাবা রঙ্গনাথন ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করেছিলেন। তিনি অভিযোগ করেন যে, ভারতীয় টিম ম্যানেজমেন্ট টেস্ট দল নির্বাচনের সময় আইপিএলের পারফরম্যান্সকে অগ্রাধিকার দিয়েছিল।
এদিকে, ঈশ্বরন সম্প্রতি অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে প্রথম অনানুষ্ঠানিক টেস্টে অংশ নেন এবং প্রথম ইনিংসে ৪৪ রান করেন। গত ঘরোয়া মরশুমে তিনি দুর্দান্ত ফর্মে ছিলেন যেখানে তিনি দলীপ, ইরানি এবং রঞ্জি ট্রফিতে তাঁর দলের হয়ে ধারাবাহিকভাবে রান করেছিলেন। সেই মরশুমে তাঁর স্কোর ছিল ১২৭ (অপরাজিত), ১৯১, ১১৬, ১৯, ১৫৭ (অপরাজিত), ১৩, ৪, ২০০ (অপরাজিত), ৭২ ও ৬৫।
তাঁর প্রথম শ্রেণির কেরিয়ারে, বাংলার ব্যাটসম্যান ১০৪ ম্যাচে ১৭৮ ইনিংসে ৪৮.৬৭ গড়ে ৭৮৮৫ রান করেছেন, যার মধ্যে ২৭টি সেঞ্চুরি এবং ৩১টি অর্ধশতরান রয়েছে। ইংল্যান্ড সিরিজের আগে দুটি প্রস্তুতি ম্যাচে তিনি ৬৮ ও ৮০ রানের ইনিংস খেলেন, কিন্তু তখনও সাই সুদর্শনকে এগিয়ে রাখা হয়, যিনি আইপিএলের সাফল্যের কারণে সুবিধা পান বলেই মনে করা হয়। ২০২২ সালে অভিমন্যু ঈশ্বরণের জাতীয় দলের প্রথম ডাক পাওয়ার পর থেকে ১৫ জন খেলোয়াড় ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে আত্মপ্রকাশ ঘটিয়েছেন। অপেক্ষায় শুধু ঈশ্বরণ।