নয়াদিল্লি: দেখে কে বলবে ভারতীয় দলের খেলা চলছে কোন মাঠে?
নয়াদিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে (অধুনা অরুণ জেটলি স্টেডিয়াম) ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় (India vs West Indies) দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হল শুক্রবার। শুভমন গিলের নেতৃত্বে খেলছে টিম ইন্ডিয়া। শুভমনের নেতৃত্বে প্রথমবার দেশের মাটিতে কোনও টেস্ট সিরিজ খেলছে ভারতীয় দল। প্রথম দিনই ঝকঝকে সেঞ্চুরি করেছেন যশস্বী জয়সওয়াল। অথচ গ্যালারি ফাঁকা।
মুম্বইয়ের শিবাজি পার্কে অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি শুরু করে দিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানোর পরেও তাঁর ওয়ান ডে নেতৃত্ব কেড়ে নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া সফরের ওয়ান ডে দলে রোহিত রয়েছেন। তবে স্পেশ্যালিস্ট ব্যাটার হিসাবে। অবশ্য প্রস্তুতিতে ফাঁক রাখতে চান না হিটম্যান। তাই আগেভাগে তিনি নেমে পড়েছেন প্রস্তুতিতে। শুক্রবার রোহিতের ব্যাটিং দেখতে শিবাজি পার্কে উপচে পড়েছিল ভিড়। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
আর তারপরই শুরু হয়েছে কটাক্ষ। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টেস্ট ম্যাচের গ্যালারি মাছি তাড়াচ্ছে। আমদাবাদে প্রথম টেস্টেও বেশি ভিড় হয়নি। নয়াদিল্লিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনও ফাঁকা গ্যালারি। সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা, ভারত-ওয়েস্ট ইন্ডিজ় টেস্ট সিরিজের চেয়ে বেশি আগ্রহ রোহিতের ব্যাটিং অনুশীলন দেখতে!
ক্রিকেটপ্রেমীদের অনেকেই লেখালিখি করেছেন যে, মুম্বইয়ের শিবাজি পার্কে বেশি ভিড়। যেখানে অভিষেক নায়ারের তত্ত্বাবধানে নেটে ব্যাটিং করেছেন রোহিত। তাঁর সঙ্গেই শিবাজি পার্কে ব্যাটিং করতে দেখা যায় কলকাতা নাইট রাইডার্সের তরুণ অঙ্গকৃষ রঘুবংশী এবং স্থানীয় কয়েকজন ক্রিকেটারকে । যা দেখতে কয়েকশো মানুষ হাজির হয়ে গিয়েছিলেন ।
ভিড়ের চোটে মাঠ থেকে বেরতে পারছিলেন না রোহিত। একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, কোচ অভিষেক নায়ার অত্যুৎসাহীদের রীতিমতো অনুরোধ করছেন যাতে ভিড় সরিয়ে রোহিতকে যেতে দেন।