আমদাবাদ: তিনি ভারতের ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ। বিদেশের মাটিতে টেস্ট ম্যাচ জিততে তাঁর ব্যাটের দিকে তাকিয়ে থাকে গোটা দল। অথচ সেই কে এল রাহুলের (KL Rahul) দেশের মাটিতে টেস্টে একটিই মাত্র সেঞ্চুরি ছিল! তাও সেটা এসেছিল ৯ বছর আগে!
২০১৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ১৯৯ রান করেছিলেন রাহুল। ৯ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান হল শুক্রবার। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সেঞ্চুরি করলেন রাহুল। দেশের মাটিতে টেস্টে রাহুলের দ্বিতীয় সেঞ্চুরি। ৯ বছর পর ভারতের মাটিতে টেস্টে সেঞ্চুরি পেলেন কর্নাটকের ক্রিকেটার। সব মিলিয়ে টেস্টে একাদশ সেঞ্চুরি রাহুলের।
সেই সাফল্যের সেলিব্রেশনটাও হল অভিনবভাবে। ভারতের প্রথম ইনিংসের ৬৫তম ওভার। বল করছিলেন রস্টন চেজ়। ওভারের পঞ্চম বলে মিড উইকেটে শট নেন রাহুল। তাঁর ফ্লিক থেকে এক রান কুড়িয়ে নেন। সঙ্গে সঙ্গে তিন অঙ্কের রান স্পর্শ করেন রাহুল। সিঙ্গল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করার পরই হেলমেট খুলে ফেলেন রাহুল। হেলমেটে লাগানো ভারতের তেরঙায় চুমু খান। তারপরই মুখে আঙুল ঢুকিয়ে সিটি বাজান রাহুল।
দেশের মাটিতে ২৬ টেস্ট ইনিংস পর পের সেঞ্চুরি করলেন রাহুল। বিজয় মঞ্জরেকর, পলি উমরিগর, কপিল দেব ও অজিঙ্ক রাহানের কেরিয়ারেও দেশের মাটিতে দুটি টেস্ট সেঞ্চুরির মাঝে ২৬ ইনিংসের ব্যবধান ছিল। দেশের মাটিতে দুটি টেস্ট সেঞ্চুরির মাঝে ২৭ ইনিংসের ব্যবধান ছিল চন্দু বোর্ডের । দেশের মাটিতে দুটি টেস্ট সেঞ্চুরির মাঝে ৩২ ইনিংসের ব্যবধান ছিল সৈয়দ কিরমানির। তালিকায় সবার ওপরে আর অশ্বিন। দেশের মাটিতে দুটি টেস্ট সেঞ্চুরির মাঝে ৩৬ ইনিংসের ব্যবধান ছিল তাঁর ।
দেশের মাটিতে এর আগে টেস্টে একটিই সেঞ্চুরি ছিল রাহুলের। সেই সেঞ্চুরিটি করেছিলেন ২০১৬ সালে। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯৯ রান করেছিলেন। যে সিরিজে টেস্টে অভিষেক হয়েছিল রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) ।