আমদাবাদ: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের ভারতীয় একাদশ কেমন হবে? কে খেলবেন? কত জন পেসার নিয়ে একাদশ সাজানো হবে? এখনও কোনোকিছুরই সিদ্ধান্ত নিতে পারেনি ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট। প্রথম টেস্টে নামার আগের দিন সাংবাদিক বৈঠকে এসে শুভমন গিল জানিয়ে দিলেন এখনও ভারতীয় একাদশ নিয়ে কোনও ভাবনা চিন্তা করেনি দল।

Continues below advertisement

সদ্য এশিয়া কাপ জিতে দেশে ফিরেছে ভারতীয় দল। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে সেই দলের থেকে গিল ও কুলদীপ একমাত্র টেস্ট স্কোয়াডে রয়েছেন। তারা সরাসরি আমদাবাদ পৌঁছে গিয়েছেন। ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে এসে ভারত অধিনায়ক জানালেন, ''এখানকার আবহাওয়ার বিষয়টা মাথায় রয়েছে আমাদের। তৃতীয় সিমার নেওয়ার ভাবনা চিন্তাও করছি। কিন্তু চূড়ান্ত দল বৃহস্পতিবার সকালেই জানতে পারা যাবে। খেলার দিন সকালে মাঠে নামার পরই একাদশ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।''

গিল আরও বলেন, ''আমরা উন্নত মানের ক্রিকেটটা খেলতে চাই। গত কয়েক বছরে ভারতের মাটিতে টেস্ট সিরিজ যতগুলো হয়েছে, বেশিরভাগ ম্য়াচেই পাঁচ দিনে খেলা যায়নি। এই দিকটা আমরা ভেবে দেখেছি। ইংল্য়ান্ডের মাটিতে আমরা সব খেলাই একটু গভীর পর্যন্ত নিয়ে যেতে চেয়েছিলাম। এবার নিজেদের দেশের মাটিতে খেলা। কিন্তু আমি কোনওকিছুই সহজভাবে নিচ্ছি না। আমাদের দলে অনেক প্রতিভা রয়েছে। যে কোনও পরিস্থিতি থেকে ম্য়াচ নিজেদের দিকে নিয়ে আসার ক্ষমতা রয়েছে আমাদের।''

Continues below advertisement

দেশের মাটিতে শেষবার টেস্ট সিরিজ খেলেছিল ভারত গত বছর। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই সিরিজে হোয়াইটওয়াশ হতে হয়েছিল। ভারত অধিনায়ক বলছেন, ''আমরা প্রায় ১ বছর পর টেস্ট সিরিজ খেলতে নামছি দেশের মাটিতে। অবশ্যই কোনও সিরিজই হাল্কাভাবে নেওয়ায় পক্ষপাতি নই আমরা। বিশ্বের যে কোনও প্রান্তে যে কোনও সিরিজই আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এই সিরিজেও আমরা আধিপত্য বজায় রাখতে চাই নিজেদের।'' 

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দু ম্য়াচের টেস্ট সিরিজের জন্য ১৫ জনের যে দল ঘোষণা করা হয়েছে, তাতে খুব বড় চমক নেই বললেই চলে। করুণ নায়ার ইংল্যান্ড সিরিজ় কামব্যাক করার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ। তাঁকে এই সিরিজ়ের জন্য ভারতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছে। স্পিন সহায়ক ভারতীয় পরিবেশে ফাস্ট বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুরের পরিবর্তে অক্ষর পটেলকে দলে রাখা হয়েছে। তবে উল্লেখযোগ্য বিষয় হল ইংল্যান্ড সিরিজ়ে থাকলেও কোনও ম্যাচ খেলেননি বাংলার অভিমন্যু ঈশ্বরণ। তিনি তো এখনও জাতীয় দলে অভিষেক ঘটানোর সুযোগই পাননি। তাও তাঁকে এই দল থেকে বাদ দেওয়া হয়েছে।