মুম্বই: আগামী বছর ২০২৫ সালে ইংল্যান্ডের মাটিতে সাদা বলের ফর্ম্য়াটে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Womens Cricket Team)। আগামী বছর জুন-জুলাই মাসে এই সফরে যাবে হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) নেতৃত্বাধীন ভারতীয় মহিলা ক্রিকেট দল। ইংল্যান্ডে তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজ ও পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দু দল। প্রথম টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে সিরিজ। এরপর হবে ওয়ান ডে সিরিজ। বৃহস্পতিবারই এই সূচি ঘোষণা করল বিসিসিআই। আগামী বছর ২৮ জুন ট্রেন্টব্রিজে প্রথম টি-টোয়েন্টি ম্য়াচে খেলতে নামবে ২ দল। 


এরপর ১ জুলাই ব্রিস্টলে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্য়াচটি হবে। ৪ জুলাই কিয়া ওভালে তৃতীয় টি-টোয়েন্টি ম্য়াচটি আয়োজিত হবে। ওল্ট ট্র্য়াফোর্ডে ৯ জুলাই চতুর্থ টি-টোয়েন্টি ম্য়াচটি আয়োজিত হবে। ১২ জুলাই এজবাস্টনে পঞ্চম টি-টোয়েন্টি ম্য়াচটি আয়োজিত হবে। 


এরপর তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজ শুরু হবে। আগামী ১৬ জুলাই সাউদাম্পটনে প্রথম ওয়ান ডে ম্য়াচটি খেলা হবে। এরপর ১৯ জুলাই লর্ডসে ও ২২ জুলাই চেস্টার লি স্ট্রিটে তৃতীয় ওয়ান ডে ম্য়াচ খেলা হবে। 


এদিকে, পরের বছর ইংল্যান্ডের ঘরের মাঠে পাঁচ টেস্টের সিরিজ় খেলতে নামবেন রোহিতরা। সেই সিরিজ়ের সূচি বৃহস্পতিবারই, ২২ অগাস্ট বিসিসিআইয়ের তরফে ঘোষণা করে দেওয়া হল। আগামী বছর ফের একবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আসর বসবে। সেই ফাইনালের ঠিক পরেই ইংল্যান্ডের মাটিতে ২০ জুন থেকে পাঁচ ম্যাচের সিরিজ় খেলবে ভারত। এই সিরিজ় ২০২৫-২০২৭ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের অন্তর্ভুক্ত।


ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে ২০ জুন থেকে হেডিংলিতে প্রথম টেস্ট খেলতে নামবে। ২ জুলাই এজবাস্টনে শুরু হবে দ্বিতীয় টেস্ট। 'হোম অফ ক্রিকেট' লর্ডসে ১০ তারিখ শুরু তৃতীয় টেস্ট। ২৩ জুলাই থেকে ওল্ড ট্রাফোর্ড, ম্যাঞ্চেস্টারে চতুর্থ ও ৩১ জুলাই ওভালে সিরিজ়ের শেষ টেস্ট ম্যাচ খেলতে নামবেন রোহিতরা। 


চলতি বছরও ইংল্যান্ডের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে নেমেছিল ভারত। প্রথম টেস্টে জয় ছিনিয়ে নিয়েছিল ইংল্যান্ড। কিন্তু পরের চারটি টেস্টেই দুর্দান্তভাবে জয় ছিনিয়ে নেয় ভারত। সিরিজেও ৪-১ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া। 


আরও পড়ুন: ভারতীয়দেরও স্পিন খেলা শেখাতে হবে! কেন স্পিনারদের সামলাতে হিমশিম খাচ্ছেন কোহলিরা?