বেঙ্গালুরু: ভারতীয় ক্রিকেটের (Indian Cricket Team) 'দ্য ওয়াল' তিনি। কিংবদন্তিও বলা হয় তাঁকে। তিনি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ। যুব বিশ্বকাপ জিতেছিলেন কোচ হিসেব। গত জুলাইয়ে ভারতের কোচ হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপও (T20 World Cup 2024) জিতেছেন। এবার রাহুল দ্রাবিড়কে কি দেখা যাবে সিনেমার পর্দায়? এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তেমনই সম্ভাবনা উসকে দিলেন ভারতীয় ক্রিকেটের মিস্টার ডিপেন্ডেবল। ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ জিততে না পারলেও কোচ হিসেবে সেই আক্ষেপ মিটে গিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) জেতার পর ভারতীয় ক্রিকেট দলের হেডকোচের পদ থেকেও সরে দাঁড়িয়েছেন। এবার দ্রাবিড়ের মুখে বলিউড প্রসঙ্গ। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়েছিল যে বলিউডের রুপোলি পর্দায় কি এবার দেখা যাবে দ্রাবিড়কে? দ্রাবিড়ের বায়োপিক যদি হয়, সেক্ষেত্রে কোন অভিনেতাকে পছন্দ করবেন তিনি? এমন প্রশ্নেরই মজাদার উত্তর দিলেন দ্রাবিড়। এই অনুষ্ঠানেই গাওস্করদের উপস্থিতিতে লাইফটাইম অ্যাচিভেমন্ট পুরস্কার পেলেন দ্রাবিড়। 


গত বুধবার CEAT ক্রিকেট অ্যাওয়ার্ড অনুষ্ঠান আয়োজিত হয়েছিল মুম্বইয়ে। সেখানেই এক প্রশ্নোত্তর পর্বের দ্রাবিড়কে বায়োপিকের বিষয় প্রশ্ন করা হয়েছিল। সেখানেই ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ দ্রাবিড় বলেন, ''যদি টাকার অঙ্কটা ভাল হয়, তবে আমি নিজেই আমার চরিত্রে বায়োপিকে অভিনয় করতে রাজি আছি।'' 


গত বছর ওয়ান ডে বিশ্বকাপে গোটা টুর্নামেন্টে ভাল খেলেও শেষ পর্যন্ত ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হয়েছিল। দেশের মাটিতে স্বপ্নভঙ্গ হয়েছিল। সেই প্রসঙ্গে মুখ খুলে দ্রবিড় বলেন, ''আমার মনে হয় না ফাইনালে আলাদা কিছু আমরা করতে পারতাম। গোটা টুর্নামেন্টে রোহিত ও তাঁর দল দুর্দান্ত খেলেছে। টানা ১০ ম্য়াচ জিতেছিল দল। সঠিক পরিকল্পনা মত অনুশীলন করেছিল দলের প্রত্যেকে। সবাই নিজেদের দায়িত্ব সম্পর্কে অবগত ছিল। এই পরিস্থিতিতে আলাদা কিছু করার প্রয়োজন ছিল না আমাদের। ফাইনালের দিন একটু ভাগ্য সঙ্গ দিলেই হয়ত ফলটা অন্য হতে পারত।''


টিম ইন্ডিয়ার হেড কোচ পদ থেকে সরে দাঁড়ানোর পর রিপোর্ট অনুযায়ী একাধিক আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাহুল দ্রাবিড়কে মেন্টরের ভূমিকায় চাইছে। সেই ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে রয়েছে কলকাতা নাইট রাইডার্সও। এই বিষয়ে এখনও অবধি পোক্ত কিছু শোনা যায়নি বা কথাবার্তাও এগিয়েছে বলে কোনও খবর নেই। দ্রাবিড় কিন্তু অতীতেও আইপিএলে মেন্টরের দায়িত্ব পালন করেছেন। ২০১৭ সাল পর্যন্ত কিংবদন্তি এই ক্রিকেটার দিল্লি ডেয়ারডেভিলসের কোচ ছিলেন। তবে 'স্বার্থের সংঘাত'-র জেরে বাধ্য হয়েই তিনি সেই পদ থেকে সরে দাঁড়ান। তারপর আইপিএল থেকে সরে দাঁড়িয়ে ভারতীয় অনূর্ধ্ব ১৯ দল, ভারতীয় এ দল এবং জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের দায়িত্ব পালন করেন তিনি। ২০২১ সালে এরপরেই জাতীয় পুরুষ দলের কোচের দায়িত্ব দ্রাবিড়ের হাতে ওঠে।