পুণে: বিশ্বের সেরা স্পিন বোলিংয়ের খেলোয়াড় কারা? অতীতে এই প্রশ্নটা করলে সিংহভাগ লোকজনই কেউ সচিন, কেউ সৌরভ আবার কেউ রাহুল দ্রাবিড়দের নাম বলতেন। স্পিনের ভেল্কি সামলাতে ভারতীয় (Indian Cricket Team) ব্যাটারদের জুড়ি মেলা ভার। অন্তত কিছুদিন আগেও এমনটাই মনে করত ক্রিকেটবিশ্ব। কিন্তু সেই ছবিটা অতীত। এমনটাই মনে করছেন প্রাক্তন কিউয়ি তারকা ক্রিকেটার সাইমন ডুল (Simon Doull)।


এর আগে শ্রীলঙ্কা সফরে এক ম্যাচে স্পিনের বিরুদ্ধে ওয়ান ডেতে রেকর্ড উইকেট হারিয়েছিলেন রোহিত শর্মারা। এবার নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে পুণেতে দ্বিতীয় টেস্ট (IND vs NZ 2nd Test)। পরিস্থিতি, মাঠ, দেশ, প্রতিপক্ষ বদলালেও বদলাল না ছবিটা। কিউয়িদের স্পিন ভেল্কিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতীয় ব্যাটিং। মিচেল স্যান্টনার সাত ও গ্লেন ফিলিপ্স দুই, স্পিনের বিরুদ্ধে মোট নয়টি উইকেট হারায় ভারতীয় দল। এরপরেই ধারাভাষ্য় দেওয়ার সময় ভারতীয় ব্যাটারদের তীব্র সমালোচনা করেন কিউয়ি প্রাক্তনী।


তিনি বলেন, 'আমার মতে বর্তমানে বিশ্ব ক্রিকেটে এক ভ্রান্ত ধারণা রয়েছে যে এই ভারতীয় ব্য়াটাররা স্পিন বোলিংটা বাকি সকলের থেকে ভাল খেলেন। এটা একদমই সত্যি নয়। বিশ্বের বাকিদের সঙ্গে ওদের কোনও পার্থক্য নেই। গঙ্গোপাধ্যায়, গম্ভীর, লক্ষ্মণ, দ্রাবিড়দের দিন অতীত। সচিন এবং তাঁর পূর্বসুরিরা এত ভাল স্পিন বোলিংটা খেলত। বর্তমানে আমার মনে হয় স্পিন সহায়ক পিচে ভারতীয় স্পিনাররা যেমন প্রতিপক্ষকে আউট করতে পারে, তেমনই ভাল মানের স্পিনারদের এই ভারতীয় ব্যাটারদের আউট করা খুব একটা কঠিন নয়। আর আইপিএলে তো স্পিন সহায়ক পিচ দেখলেই ওরা অভিযোগ জানায়।'


নিউজ়িল্যান্ডের প্রথম ইনিংসের ২৫৯ রান তাড়া করতে নেমে ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে গেল ১৫৬ রানে। ১০৩ রানের বিরাট লিড নেয় নিউজ়িল্যান্ড। দিনশেষে কিউয়িরা কিন্তু ৩০১ রানে এগিয়ে গিয়েছে। বর্তমানে নিউজ়িল্যান্ডের স্কোর পাঁচ উইকেটের বিনিময়ে ১৯৮ রান। প্রথম ইনিংসে অশ্বিন এবং ওয়াশিংটন সুন্দরই সবকয়টি উইকেট নিয়েছিলেন, এখনও অবধি দ্বিতীয় ইনিংসেও পাঁচটি উইকেটও এই দুই স্পিনারের খাতাতেই গিয়েছে। ম্যাচে ইতিমধ্যেই কিন্তু অনেকটাই পিছিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। এখান থেকে ম্যাচ বাঁচানোর লড়াই রোহিত শর্মাদের। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: তাঁকে অধিনায়ক রাখতে চান না কর্তারা, দিল্লি ক্যাপিটালস ছাড়তে পারেন 'অভিমানী' ঋষভ পন্থ