নয়াদিল্লি: পরবর্তী আইপিএলের আগে মেগা নিলামের (IPL Auction 2025) আয়োজন হতে চলেছে। সেই নিলামে কিন্তু বেশ কয়েকজন বড় বড় তারকার নাম উঠতে পারে। আইপিএল ২০২৫ সালে অনেক তারকাকেই নতুন ঠিকানায়, নতুন জার্সিতে দেখা যেতে পারে। এদের মধ্যে অন্যতম হলেন ঋষভ পন্থ (Rishabh Pant)।   


ভারতীয় দলের অবিচ্ছেদ্য অঙ্গ ঋষভ পন্থ আইপিএলের সবথেকে বড় নামগুলির একটি। নিজের কেরিয়ারে আগাগোড়াই তিনি দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) হয়ে মেগা টুর্নামেন্টে মাঠে নেমেছেন। ২০১৬ থেকে দিল্লিতে খেলা পন্থ বহুদিন ধরে দলকে নেতৃত্বও দিচ্ছেন। তাঁরই নেতৃত্বে আইপিএল ফাইনালেও উঠেছে রাজধানীর ফ্র্যাঞ্চাইজি। তবে এখনও প্রথম আইপিএল খেতাব অধরা। তাই দিল্লি দল আগামী মরশুমের আগে বেশ কিছু বদল ঘটিয়েছে ইতিমধ্যেই। সরানো হয়েছে কোচ রিকি পন্টিংকে। সৌরভ গঙ্গোপাধ্যায়ও আর ডাগ আউটে থাকছেন না। খবর অনুযায়ী, পন্থও দিল্লি ছাড়তে পারেন। 


পন্থকে দিল্লি দলে রাখতে চাইলেও খবর অনুযায়ী তাঁকে অধিনায়ক হিসাবে বহাল রাখতে আগ্রহী নন কর্তারা। তবে পন্থ দলকে নেতৃত্ব দিতে চান। তাই কর্তাদের সিদ্ধান্তে অখুশি হয়ে তিনি দলও ছাড়তে পারেন, এমন জল্পনাই শোনা যাচ্ছে। পন্থের মতো ক্রিকেটার দল ছেড়ে নিলামে উঠলে, তাঁকে নিতে যে অনেক ফ্র্যাঞ্চাইজিই ঝাঁপাবে, তা বলাই বাহুল্য। তবে তিন ফ্র্যাঞ্চাইজিকে মূলত পন্থের পরবর্তী সম্ভাব্য গন্তব্য হিসাবে ধরা হচ্ছে।


দীনেশ কার্তিক গত মরশুমের আইপিএল শেষেই অবসর নিয়েছেন। তাঁর অবসরের পর কিপার-ব্যাটারের খোঁজে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পন্থকে নিতে পারে। অপরদিকে, কেএল রাহুলেরও পন্থের মতোই দলবদল নিয়ে জোর জল্পনা শোনা যাচ্ছে। রাহুল লখনউ ছাড়লে, কিপার-ব্যাটার-অধিনায়কের প্রয়োজন হবে লখনইয়ের। রাহুলের মতোই এই তিন ভূমিকাই পালন করতে পারেন পন্থ। তাই রাহুলের একেবারে ঠিকঠাক বিকল্প  হতে পারেন তিনি।


অপরদিকে, দিল্লির মতো নতুন শুরুতে আগ্রহী পাঞ্জাব কিংসও। দলের গত মরশুমের অধিনায়ক শিখর ধবন আদৌ অবসরের পর আইপিএলে খেলবেন কি না, সেই নিয়ে সংশয় রয়েছে। তাঁকে রিটেন করা না হলেও, পাঞ্জাবও অধিনায়কের খোঁজে নামবে। সেক্ষেত্রে পন্থের পরবর্তী গন্তব্য হতেই পারে। বিশেষত যেখন সেখানে আবার দিল্লির প্রাক্তন কোচ রিকি পন্টিং রয়েছেন। পন্থকে শেষমেশ দিল্লি রিটেন করে কি না, তা জানতে আর কয়েকদিনের অপেক্ষা। ৩১ অক্টোবর রিটেনশন লিস্ট প্রকাশের শেষদিন। সেদিনই ছবিটা পরিস্কার হয়ে যাবে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ভারত-নিউজ়িল্যান্ডের দ্বিতীয় টেস্টে সুযোগ পেয়েই একাধিক রেকর্ডের মালিক ওয়াশিংটন সুন্দর