বেঙ্গালুরু: দলীপ ট্রফির প্রথম কোয়ার্টার ফাইনালে বৃহস্পতিবার থেকে নর্থ জোন এবং পূর্বাঞ্চলের মধ্যে খেলা হচ্ছে । শুক্রবার নর্থ জোনের হয়ে খেলতে নেমে জম্মু কাশ্মীরের ফাস্ট বোলার আকিব নবি (Auqib Nabi) তাঁর দলীপ ট্রফি অভিষেক ম্যাচেই ইতিহাস গড়েছেন । নবি চার বলে চারটি উইকেট নিয়ে ডাবল হ্যাটট্রিক করেছেন । নবি প্রথম ৮ ওভারে কোনও উইকেট পাননি । এরপর মাত্র ১৩ বলে তিনি ৫ উইকেট তুলে নেন ।
আকিব নবি ইতিহাস গড়লেন
আকিব প্রথম ৮ ওভার বোলিং করে একটিও উইকেট পাননি । কিন্তু আকিব এরপর মাত্র ১৩ বলে ৫ উইকেট তুলে নিয়ে পুরো ম্যাচটাই ঘুরিয়ে দেন । সবার প্রথমে তিনি পূর্বাঞ্চলের তারকা ব্যাটসম্যান বিরাট সিংহকে বোল্ড করেন । এরপর তিনি মনীষিকে এলবিডব্লিউ আউট করেন এবং তারপর পরের বলেই মুখতার হোসেনকে ক্লিন বোল্ড করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন । পূর্বাঞ্চলের স্কোর ২২২/৫ থেকে সরাসরি ২২২/৮ হয়ে যায় ।
কিন্তু আকিব এখানেই থামেননি । পরের ওভারের প্রথম বলেই তিনি সুরজ সিন্ধু জয়সওয়ালকে আউট করে ডাবল হ্যাটট্রিক সম্পূর্ণ করেন । এইভাবে তিনি দলীপ ট্রফির ইতিহাসে ডাবল হ্যাটট্রিক নেওয়া প্রথম ভারতীয় খেলোয়াড় হয়ে গেলেন ।
পূর্বাঞ্চলের শেষ ৫ উইকেট মাত্র ৮ রানেই পড়ে যায় । নবি শেষ ৫ উইকেট একাই নেন এবং নর্থ জোনকে ১৭৫ রানের মহার্ঘ লিড এনে দেন । ব্যাট হাতেও তিনি ৩৩ বলে ৪৪ রান করে দলের হয়ে অবদান রেখেছিলেন ।
উত্তরাঞ্চল ১৭৫ রানের লিড পেল
নর্থ জোন প্রথমে ব্যাট করতে নেমে আয়ুষ বাদোনির ৬৩ এবং কানহাইয়া ওয়াধওয়ানের ৭৬ রানের দৌলতে প্রথম ইনিংসে ৪০৫ রান তোলে । আকিবও ৪৪ রান যোগ করেন । এরপর বল হাতেও তিনি ডাবল হ্যাটট্রিকের সঙ্গে ২৮ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন । যার কারণে ইস্ট জোন ২৩০ রানেই গুটিয়ে যায় । এইভাবে নর্থ জোন প্রথম ইনিংসে ১৭৫ রানের লিড পায় । নর্থ জোন শনিবার তাদের দ্বিতীয় ইনিংস শুরু করবে ।