দুবাই: ক্রিকেট মাঠে (Cricket News) বেনজির কাণ্ড। দেশের হয়ে আইসিসি টুর্নামেন্ট খেলার ফাঁকে ডাকাতির অভিযোগ ক্রিকেটারের বিরুদ্ধে। এতটাই গুরুতর অভিযোগ যে, গ্রেফতার করা হল পাপুয়া নিউ গিনির ক্রিকেটারকে! যা ঘিরে হইচই পড়ে গিয়েছে ক্রিকেট বিশ্বে।

জাতীয় দলের হয়ে টি-২০ বিশ্বকাপ খেলেছিলেন। পাপুয়া নিউ গিনির ক্রিকেটার কিপলিন ডোরিগা ডাকাতির অভিযোগে গ্রেফতার হয়েছেন। সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে গত সোমবার জার্সির সেন্ট হেলিয়ারে। স্থানীয় সংবাদমাধ্যমের খবর, ২৭ অগাস্ট বুধবার কিপলিন ডোরিগাকে জার্সির ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হয়। সেখানে বিচারপতির সামনে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ কিপলিন ডোরিগা স্বীকার করে নিয়েছেন বলেই খবর। মামলাটি গুরুতর হিসেবে বিচার করে আদালত বিষয়টি রয়্যাল কোর্টে পাঠায়। ফলে ডোরিগার জামিন মঞ্জুর করা হয়ইনি। আপাতত তাঁকে চলতি বছরের ২৮ নভেম্বর পর্যন্ত হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

২৯ বছর বয়সী কিপলিন ডোরিগা পাপুয়া নিউ গিনির সিনিয়র ক্রিকেটার। তিনি দেশের হয়ে দুটি টি-২০ বিশ্বকাপে খেলেছেন। ৩৯টি ওয়ান ডে ম্যাচ এবং ৪৩টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলে এক হাজারেরও বেশি রান করেছেন কিপলিন ডোরিগা। চলতি চ্যালেঞ্জ লিগে ডেনমার্কের বিরুদ্ধে ৬৮ রান (৮৪ বলে) ও কুয়েতের বিপক্ষে ১২ রান (২৯ বলে) করেছিলেন তিনি। যদিও পাপুয়া নিউ গিনি দুটি ম্যাচেই হেরে যায়।

কিপলিন ডোরিগার ঘটনার পর পাপুয়া নিউ গিনির ক্রিকেট বোর্ড তাদের অবস্থান জানিয়ে দিয়েছে। সে দেশের ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে, ঘটনাটি ডোরিগার ব্যক্তিগত বিষয়। এই ঘটনায় পাপুয়া নিউ গিনির ক্রিকেটে কোনও প্রভাব পড়বে না। পাপুয়া নিউ গিনির ক্রিকেট বোর্ড জানিয়েছে, তারা টুর্নামেন্টে নিজেদের সেরাটা দিতে মরিয়া।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ চ্যালেঞ্জ লিগে পাপুয়া নিউ গিনি মোট ৯টি ম্যাচ খেলেছে। এর মধ্যে তারা চারটি ম্যাচে জিতেছে। চারটি ম্যাচে হেরেছে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। তাদের সংগ্রহ ৯ পয়েন্ট, নেট রান রেট -০.১৩১। টুর্নামেন্টের প্রথম পর্বে পাপুয়া নিউ গিনির শুরুটা দুর্দান্ত হয়েছিল। ডেনমার্ক, কাতার, কুয়েত ও কিনিয়াকে হারিয়ে দেয় তারা। যদিও সম্প্রতি তাদের পারফরম্যান্স খুব একটা ভাল হয়নি। ডেনমার্ক, কুয়েত ও আয়োজক জার্সির কাছে হেরে গিয়েছে তারা। তার মাঝেই দলের ক্রিকেটার ডাকাতির অভিযোগে গ্রেফতার হওয়ায় অস্বস্তি বাড়ল পাপুয়া নিউ গিনির।