কলম্বো: প্রেমদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের (Asia Cup 2023) খেতাবি লড়াইয়ে মুখোমুখি হয়েছিল ভারত ও শ্রীলঙ্কা (IND vs Sri Lanka)। রবিবাসরীয় ফাইনালে শ্রীলঙ্কাকে পর্যুদস্ত করে রেকর্ড অষ্টমবার এশিয়া সেরা হয় ভারতীয় দল। মাত্র ৫০ রানেই শ্রীলঙ্কাকে অল আউট করার পর ১০ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত। পাঁচ বছরের ট্রফির খরা কাটিয়ে ফের এশিয়া কাপ জিতে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের মানসিক দৃঢ়তার প্রশংসা করেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।
ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিত বলেন, 'সত্যিই দল দুর্দান্ত পারফর্ম করেছে। কোনও টুর্নামেন্টের ফাইনালে এমন পারফরম্যান্স করাটা দলের মানসিক দৃঢ়তার পরিচয় দেয়। বল হাতে আমরা শুরুটাও অসাধারণ করেছি এবং ব্যাট হাতে ইনিংসটা শেষ করতেও আমরা বেশি সময় নিইনি। আমাদের ফাস্ট বোলাররা প্রচুর খাটা খাটনি করেছে। ওদের কী করতে হবে, না হবে, সেই বিষয়ে ওদের ধারণা খুব স্পষ্ট। এই পারফরম্যান্স দেখতেও বেশ ভাল লাগল।'
এই পারফরম্যান্সে সহজে ভোলার নয় বলেই জানান রোহিত। 'এমন এক পারফরম্যান্স দীর্ঘদিন মনে থাকবে। বলটা যে এত সিম, সুইং হবে সেটা কিন্তু কল্পনাও করিনি। এর পুরো কৃতিত্বটাই বোলারদের দক্ষতার। সিরাজ বাহবা পাওয়ার যোগ্য। হাওয়ায় এবং পিচে, দুইভাবে বল মুভ করার দক্ষতাটা কিন্তু সকলের থাকে না। ও দারুণ উন্নতি করেছে।' বলেন তিনি।
এশিয়া কাপ পকেটে পুরে নিয়েছে ভারত। এরপরেই বিশ্বকাপ। ঘরের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপ শুরু হতে আর মাসখানেকও বাকি নেই। এশিয়া কাপ জয়ের পরেই এবার বিশ্বকাপ ও অস্ট্রেলিয়া সিরিজ় নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছন ভারতীয় অধিনায়ক। তিনি বলেন, 'আমাদের যা যা সাফল্য লাভ করা সম্ভব, এশিয়া কাপে সেইসব সাফল্য পেয়েছি। হার্দিক ও ঈশান চাপের মুখে পাকিস্তানের বিরুদ্ধে যেমন ব্যাট করেছিল। তারপর কেএল এবং বিরাটের পাকিস্তানের বিরুদ্ধে শতরান। গিলও দারুণ খেলেছে। সব মিলিয়ে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ব্যক্তি দলের হয়ে সামনে এগিয়ে এসে পারফর্ম করেছেন। এরপর ভারতে যে সিরিজ আয়োজিত হবে আমাদের নজর সেইদিকে এবং অবশ্যই বিশ্বকাপের দিকে।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল ভারত? শ্রীলঙ্কার ঝুলিতে গেল কত অর্থ?