নয়াদিল্লি: আর মাসকয়েক পরেই শুরু হবে ৫০ ওভারের বিশ্বকাপের (CWC 2023) আসর। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতিপর্বের শুরুটা বেশ ভালভাবেই করেছে ভারতীয় ক্রিকেট দল (Team India)। তবে দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) গোটা সিরিজে মাত্র একটি ম্যাচই খেলেছেন। বিশ্বকাপের পর ৩৬-র রোহিতের ভবিষ্যত ঠিক কী হতে চলেছে, সেই নিয়ে বেশ কিছু মহলে জল্পনা কল্পনাও ইতিমধ্যেই শুরু গিয়েছে। এবার নিজের অবসর নিয়ে নিজেই পূর্বাভাস দিলেন ভারতীয় অধিনায়ক। 


এ বছরে ভারতেই ৫০ ওভারের বিশ্বকাপের আসর বসবে। পরের বছরও আরও একটি বিশ্বকাপ আয়োজিত হবে। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব যুগ্মভাবে পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্র। ২০২৩ বিশ্বকাপের পরেই রোহিত অবসর নিতে পারেন বলে এক মহলের ধারণা থাকলেও, রোহিত কিন্তু ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে আয়োজিত বিশ্বকাপ খেলতে আগ্রহী। এই বিষয়ে তিনি বলেন, 'এখানে (যুক্তরাষ্ট্র) খেলাটা তো উপভোগ করিই। তবে তাছাড়াও এখানে আসার আরও একটি কারণ রয়েছে। এখানেই বিশ্বকাপ আয়োজিত হবে। জুনে বিশ্বের এই প্রান্তেই তো টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে। আমি নিশ্চিত এই নিয়ে সকলেই বেশ উচ্ছ্বসিত। আমরাও এর জন্য মুখিয়ে রয়েছি।'


রোহিত কিন্তু গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলেননি। খাতায় কলমে তিনি এখনও তিন ফর্ম্যাটের অধিনায়ক হলেও, পরপর সিরিজে রোহিতের অনুপস্থিতিতে হার্দিক পাণ্ড্যভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। তবে 'হিটম্যান' সাময়িকভাবে টি-টোয়েন্টি ফর্ম্যাট না খেললেও, তিনি যে বিশ ওভারের ফর্ম্যাটে জাতীয় দলের হয়ে ভবিষ্যতেও মাঠে নামতে চান, তা আগেভাগেই স্পষ্ট করে দিয়েছেন।


তিনি সাংবাদিকদের বলেন, 'এর আগেও আমি এটা স্পষ্ট করে জানিয়ে দিয়েছি যে এই বছর ৫০ ওভারের বিশ্বকাপ খেলা হবে। কয়েকজন ক্রিকেটারের পক্ষে সব ফর্ম্যাটে সমানভাবে খেলা চালিয়ে যাওয়া সম্ভব নয়। সূচি দেখলেই বোঝা যাবে যে একেবারে পরপর সিরিজ ম্যাচগুলি আয়োজিত হচ্ছে। সেই কারণেই আমরা কয়েকজন খেলোয়াড়ের ওয়ার্কলোড ম্যানেজ করতে চেয়েছিলাম, যাতে তারা যথেষ্ট পরিমাণ বিশ্রাম পায়। অবশ্যই আমি নিজেও সেই বিভাগের অন্তর্গত।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: বিশ্বকাপের আগে ইডেনে বসছে নতুন স্কোরবোর্ড, শৌচালয়-ফুড কোর্টের ভোলবদল