গায়ানা: প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অল্পের জন্য জয় আসেনি। ৪ রানে ম্যাচ জিতে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ শিবির। আজ গায়ানায় দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে খেলতে নামছে ভারতীয় দল। সিরিজে এই মুহূর্তে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ক্যারিবিয়ান ব্রিগেড। হার্দিকদের কাছে এই ম্যাচ তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। 


কাদের ম্যাচ?


আজ ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় প্রথম টি-টোয়েন্টি









প্রোভিডেন্স স্টেডিয়াম, গায়ানা


কখন শুরু ম্যাচ


টস ভারতীয় সময় রাত ৭.৩০টায়, ম্যাচ শুরু রাত ৮টায়      


কোথায় দেখবেন ম্যাচ


টিভিতে ম্যাচের সরাসরি সম্প্রচার ডিডি স্পোর্টসে              


অনলাইন স্ট্রিমিং


জিও সিনেমা মোবাইল অ্যাপে ও ফ্যানকোড অ্যাপে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার


গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে আজ ভারত-ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচে জেসন হোল্ডার, ওবেন ম্যাকওয়ে ও রোমারিও শেফার্ড তিন জনে মিলে মোট ৬ উইকেট ঝুলিতে পুরে নিয়েছিলেন। যার ফলে ৪ রানে ম্যাচ জিতে নেই উইন্ডিজরা। 


কেমন থাকতে পারে আবহাওয়া?


রবিবারের ম্যাচে বৃষ্টি একটা প্রধান বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করা হচ্ছে। সেখানকার স্থানীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে যে ৭ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যা ম্যাচের সময়ের মধ্যে ৭১ শতাংশ বৃদ্ধি পেতে পারে। তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। 


নজিরে সামনে হার্দিক


অধিনায়ক হিসেবে ওয়ান ডে সিরিজের শেষ ২ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন। সিরিজ জিতেছেন। টি-টোয়েন্টি সিরিজে পুরোপুরি হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) নেতৃত্বেই খেলতে নেমেছে ভারতীয় দল (Indian Cricket Team)। প্রথম ম্যাচে হারতে হয়েছে যদিও। দ্বিতীয় ম্যাচে অবশ্য নতুন মাইলস্টোন গড়ার সামনে তারকা অলরাউন্ডার। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট শিকারের নিরিখে যশপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) টেক্কা দিয়ে দিতে পারেন হার্দিক। 


টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে ৬০ ম্যাচে ৭০ উইকেট ঝুলিতে পুরেছেন যশপ্রীত বুমরা। হার্দিক অন্যদিকে ৭৭ ম্যাচে ৭০ উইকেট নিয়েছেন। আগামীকাল দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে উইকেট পাওয়ার নিরিখে বুমরাকে টেক্কা দিয়ে দিতে পারেন হার্দিক। তালিকায় ভারতীয় দের মধ্যে সবার ওপরে রয়েছেন যুজবেন্দ্র চাহাল। তিনি ৭৬ ম্যাচে ৯৩ উইকেট ঝুলিতে পুরেছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন ভুবনেশ্বর কুমার। তিনি ৮৭ ম্যাচে ৯০ উইকেট নিয়েছেন। রবিচন্দ্রন অশ্বিন ৬৫ ম্যাচে ৭২ উইকেট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন।