নয়াদিল্লি: শতরান হাঁকাচ্ছেন, দলকে জেতাচ্ছেন, জাতীয় দলের অধিনায়কও বটে তিনি। তাও রোহিত শর্মার (Rohit Sharma) অবসর নিয়ে জল্পনা বেশ কিছুদিন আগে থেকে শুরু হয়ে গিয়েছে। 'হিটম্যান'র বয়স ৩৬ পার করেছে। এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপই কি জাতীয় দলের হয়ে তাঁর শেষ বিশ্বকাপ হতে চলেছে? প্রশ্ন অনেকেরই মনে। এবার রোহিত নিজেই নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খুললেন।


সম্প্রতি এক সাক্ষাৎকারে রোহিত জানান তিনি ভারতের হয়ে বিশ্বকাপ জিততে বদ্ধপরিকর। ভারতীয় অধিনায়ক বলেন, 'আমি সত্যি বলতে এখনও অবসরের প্রসঙ্গে তেমন কিছুই ভাবিনি। তবে জীবন কখন, কাকে, কোনদিকে নিয়ে যায়, কী হয়, তা তো আগে থেকে কেউই বলতে পারে না। আমি এখনও তো ঠিকঠাকই খেলেছি, মাঠে নিজের সেরাটা দিতে পারছি। তাই আপাতত আরও কয়েক বছর খেলার পরিকল্পনা তো আছেই। তারপর কী হবে, দেখা যাবে না হয়। আমি বিশ্বকাপ জিততে মরিয়া, আবার ২০২৫ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপও তো রয়েছে। আশা করছি ভারতীয় দল ওই টুর্নামেন্টের ফাইনালে পৌঁছতে পারবে।'


রোহিতের দাবি বর্তমানে তিনি যতটুকু যা সাফল্য় লাভ করেছেন, তার পুরোটাই ছোটবেলায় তাঁর সংগ্রামের দৌলতে। 'ব্যর্থতা আপনাকে অনেক কিছু শেখায়। ব্য়র্থতাই চরিত্র গঠন করে। আমি বর্তমানে যেটুকু সাফল্য পেয়েছে, তা পুরোটাই ছোটবেলায় আমায় যে সংগ্রাম করতে হয়েছে তার দৌলতে। ভারতে ক্রিকেটই সব। কিন্তু এই খেলায় যত সাফল্য পাওয়া যায়, তার থেকে অনেক বেশিবার ব্যর্থতার মুখ দেখতে হয়। এছাড়া খেলায় রাজনীতি, আরও কতকিছু আছে। তাই কঠোর পরিশ্রম এবং সংগ্রাম করেই আপনাকে ওপরে উঠতে হবে।' মত রোহিতের।


বর্তমানে আইপিএলের ১৭তম সংস্করণে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে প্রতিনিধিত্ব করছেন রোহিত শর্মা। পাঁচ ম্যাচে ৩১.২০ গড়ে ১৫৬ রানও করে ফেলেছেন তিনি। প্রথম তিন ম্যাচে মুম্বই হারলেও, গত দুই ম্যাচে জয় পেয়েছে। দুই ম্যাচেই রোহিত দলের জয়ের ভিত গড়েন। দিল্লির বিরুদ্ধে ম্যাচে তিনি ২৭ বলে ৪৯ এবং আরসিবির বিরুদ্ধে ২৪ বলে ৩৮ রান করেছেন। তিনি যে বেশ ছন্দে রয়েছেন, তা বলাই বাহুল্য।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: হার্দিককে দেখেই ওয়াংখেড়ের দর্শকদের বিদ্রুপ, 'বিরাট' বার্তায় সব নিমেশেই চুপ