ক্যান্টারবেরি: আমদাবাদে একদিকে আইপিএলের কোয়ালিফায়ার ২ চললেও, অপরদিকে ইতিমধ্যেই ইংল্যান্ডে টেস্ট সিরিজ়ে নামার জন্য বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটারদের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ইংল্যান্ড লায়ান্সের বিরুদ্ধে আনঅফিশিয়াল টেস্ট ম্যাচ খেলতে নেমেছে ভারতীয় 'এ' দল (India A)। সেই ম্যাচে মাঠে নামা মুকেশ কুমার (Mukesh Kumar) সোশ্যাল মিডিয়ায় আক্রমণের শিকার হলেন। কিন্তু কেন?
আসলে আক্রান্ত হওয়ার কারণ 'এ' দলের ম্যাচে মুকেশ কুমারের জার্সি নম্বর। মাত্র দিনকয়েক আগেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মহাতারকা বিরাট কোহলি (Virat Kohli)। তারপর মাসখানেকও কাটেনি। কোহলির বিখ্যাত ১৮ নম্বর জার্সির পিছনে লাগিয়েই ইংল্যান্ড লায়ান্সের বিরুদ্ধে মাঠে নেমেছেন মুকেশ কুমার। সেই কারণে কোহলি-অনুরাগী সোশ্যাল মিডিয়ায় কদর্য ভাষায় বাংলার ফাস্ট বোলারকে আক্রমণ করেন। পাশাপাশি ভারতীয় ক্রিকেট বোর্ডকে তুলনা করতে ছাড়েননি ছাড়া তারা। কিংবদন্তিকে যথাযোগ্য সম্মান না দেওয়ার জন্যই ক্ষোভ উগরে দেন কোহলির ভক্তরা।
মুকেশ এর আগে ভারতের হয়ে ৪৯ নম্বর জার্সি পরেই মাঠে নেমেছেন। এই প্রথম তাঁকে আপাতত ফাঁকা ১৮ নম্বর জার্সিতে দেখা গেল। তবে এই জার্সি নম্বর বদল সাময়িক না পাকাপাকি, সেই বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছুই জানা যায়নি। তবে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ সত্ত্বেও ইংল্যান্ড লায়ান্সের বিরুদ্ধে চলতি চার দিনের ম্যাচে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মুকেশ কুমারই কিন্তু ভারতের সফলতম বোলার। তিনি এখনও পর্যন্ত তিন লায়ন্স ক্রিকেটারকে সাজঘরে ফেরাতে সক্ষম হয়েছেন। তবে তাঁর পারফরম্যান্সে কিন্তু তাঁর প্রতি আক্রমণের ধার কমাতে পারেনি।