রাওয়ালপিণ্ডি: পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার (Shoaib Akhtar) বিপাকে । প্রায়ই তাঁর বক্তব্যের জন্য শিরোনামে থাকেন । তাঁর বিতর্কিত মন্তব্যের জন্য এবার তিনি বড় সমস্যায় পড়তে পারেন । পাকিস্তান টেলিভিশন নেটওয়ার্কের কর্তা নওমান নিয়াজ তাঁকে মানহানির নোটিশ পাঠিয়েছেন । নওমান শোয়েবের বিরুদ্ধে তাঁকে কলঙ্কিত করার অভিযোগ এনেছেন ।
‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ নামে পরিচিত শোয়েব আখতার নওমান নিয়াজকে ‘কিট ম্যান’ বলেছিলেন । তিনি একটি পডকাস্টে বলেছিলেন, ‘ড: নিয়াজ মূলত দলের জন্য ব্যাগ আর জিনিসপত্র বহন করতেন ।’ জানিয়ে রাখা যাক, যখন শোয়েব আখতার জাতীয় দলে খেলতেন, তখন নিয়াজ কয়েকটা সফরে পাকিস্তান ক্রিকেট দলের ডেটা অ্যানালিস্ট ছিলেন ।
নওমান শোয়েবের বিরুদ্ধে তাঁকে বদনাম করার অভিযোগ এনেছেন । এই পডকাস্টে আখতার দলের কোচ ও ব্যবস্থাপনার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তাঁদের সমালোচনা করেছিলেন । তিনি নওমানের খেলোয়াড়দের কিট ব্যাগ বহন করার কথা বলে বলেছিলেন, ‘তিনি দলে এটাই কাজ করতেন । আমার ওর অন্য কোনও কাজের কথা জানা নেই ।’
১৪ দিনের মধ্যে ক্ষমা চাও, নয়তো...
পিটিভির প্রাক্তন স্পোর্টস ডিরেক্টর নওমান নিয়াজ আইনজীবীর মাধ্যমে শোয়েব আখতারকে মানহানির নোটিশ পাঠিয়েছেন । এতে প্রাক্তন ক্রিকেটারকে ১৪ দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য বলা হয়েছে । নোটিশে বলা হয়েছে, ক্ষমা না চাইলে শোয়েবকে আইনি পদক্ষেপ এবং ক্ষতিপূরণের জন্য প্রস্তুত থাকতে হবে ।
নওমান এবং শোয়েব আখতারের মধ্যে আগেও বিবাদ হয়েছে । ইমরান খান -এর সরকারের আমলে একটা বাকবিতণ্ডার পর নওমান আখতারকে পিটিভিতে লাইভ শো ছেড়ে দেওয়ার জন্য বলেছিলেন । যদিও পরে নওমান আখতারের কাছে ক্ষমা চেয়েছিলেন ।
শোয়েব আখতার এখন নিজের একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করেন, যা এখন ভারতে নিষিদ্ধ হয়ে গিয়েছে । এর ফলে আখতারের আয়ের উপরও প্রভাব পড়েছে । ৪৯ বছর বয়সী শোয়েব তাঁর সময়ের সবচেয়ে ভয়ঙ্কর ফাস্টবোলারদের মধ্যে একজন ছিলেন । তিনি তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ৪৬টি টেস্ট, ১৬৩ ওয়ান ডে এবং ১৫টি টি-২০ ম্যাচ খেলেছেন । এগুলোতে তিনি যথাক্রমে ১৭৮, ২৪৭ এবং ১৯ উইকেট পেয়েছেন ।