দুবাই: টানা দুটো বছরে দুটো আইসিসি ট্রফি। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি। রোহিত শর্মার নেতৃত্বে ফের একটা আইসিসি ট্রফি জিতে নিল ভারতীয় ক্রিকেট দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪ উইকেটে ফাইনালে জয় ছিনিয়ে খেতাব ঝুলিতে পুরে নিয়েছে টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাটিং করতে নেমে কিউয়িরা ২৫১ রান বোর্ডে তোলে ৭ উইকেট হারিয়ে। যেই রান তাড়া করতে নেমে রোহিত শর্মার অর্ধশতরান ও শ্রেয়স আইয়ার-কে এল রাহুলের দুরন্ত ইনিংসের সুবাদে ম্য়াচ চার বল বাকি থাকতেই জিতে যায় ভারত। আর ম্য়াচ জেতার পরই নিজেদের সোশ্য়াল মিডিয়ায় স্মরণীয় মুহূর্তের জন্য ভারতবাসীকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন তারকা ক্রিকেটাররা।

রোহিত শর্মা নিজের সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছেন ট্রফি জেতার পর সেলিব্রেশনের ছবি পোস্ট করে। ৭৬ রানের ইনিংস খেলেছিলেন ভারত অধিনায়ক। রান তাড়া করতে নেমে রোহিতের ইনিংসটিই ছিল মেরুদণ্ড-

 

এছাড়াও শ্রেয়স আইয়ারও রয়েছেন এই তালিকায়। তিনিও চার নম্বর পজিশনে ব্যাটিং করতে নেমে পুরো টুর্নামেন্টেই দলকে ভরসা জুগিয়েছেন। তিনি নিজের সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছেন -

 

তারকা ডানহাতি পেসার মহম্মদ শামিও অভিনব পোস্ট করে সোশ্য়াল মিডিয়ায় ভারতবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন নিজেই -

 

এছাড়া হার্দিক পাণ্ড্য ও শুভমন গিলও নিজেদের সোশ্য়াল মিডিয়ায় আনন্দের মুহূর্ত ভাগ করে নিয়েছেন সবার সঙ্গে -