দুবাই: চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) দল থেকেই অনেকে তাঁকে বাদ দেওয়ার দাবি তুলেছিলেন। কিন্তু ব্যাট হাতেই সমস্ত সমালোচনার জবাব দিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ম্যাচের সেরা হলেন। তাঁর নেতৃত্বে ১২ বছর পর ফের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত।
টি-২০ বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক ক্রিকেটের সেই ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন। এবার কি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ওয়ান ডে ক্রিকেটকেও বিদায় জানাবেন? ২০২৭ সালে পরের ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত রোহিত টানবেন না বলেই মনে করছেন অনেকে। রোহিত নিজে কী বলছেন?
রবিবার দুবাইয়ে ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর রোহিত জানিয়েছেন, তিনি অবসর নিচ্ছেন না। ওয়ান ডে ক্রিকেট খেলে যাবেন। এ নিয়ে কোনও জল্পনার অবকাশও রাখতে চান না হিটম্যান। ম্যাচের পর নিজের ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্ট করে দিলেন রোহিত।
রোহিত বলেছেন, 'আর একটা জিনিস আপনাদের সকলকেই বলতে চাই। আমি এই ফর্ম্যাট থেকে অবসর নিচ্ছি না। আমি চাই ভবিষ্যতে যেন এ নিয়ে কোনও গুজব না ছড়ায়। সকলকে ধন্যবাদ।'
অনেকের কাছেই যে ঘোষণা বেশ বিস্ময়কর। অনেকেই ভেবেছিলেন যে ৯ মার্চই আন্তর্জাতিক মঞ্চে ওয়ান ডে ক্রিকেটে রোহিতের শেষ দিন হতে চলেছে। তবে ৩৮ বছর বয়সেও তিনি যে খেলা চালিয়ে যাবেন, স্পষ্ট করে দিয়েছেন রোহিত। বর্ডার-গাওস্কর ট্রফিতে মেলবোর্ন টেস্ট থেকে নিজেই সরে যাওয়ার পর মনে করা হয়েছিল, তাঁর অবসর আসন্ন। কিন্তু তার তিন মাসের মধ্যে রোহিত ফের নিজের গুরুত্ব বোঝালেন।
রোহিতকে সাংবাদিক সম্মেলনে ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে প্রথমে বলেন, 'দেখা যাক। দুটি আইসিসি ট্রফি জেতা বড় কৃতিত্ব। আর অপরাজিত থেকে জেতা আইসিং অন দ্য কেক। আমি খুব কম দল দেখেছি যারা অপরাজিত থেকে দুটি টুর্নামেন্ট জিতছে। আমাদের কাছে এখানে এসে ভাল প্রস্তুতি নেওয়া গুরুত্বপূর্ণ ছিল। আমরা পরিবেশকে কাজে লাগিয়েছি। এখনই ভবিষ্যৎ কোনও পরিকল্পনা নেই।'