ফ্লোরিডা: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) তড়তড়িয়ে ছুটছে ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) বিজয়রথ। তিন ম্যাচ খেলে তিনটিই জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। সুপার এইটেও স্থান পাকা। কিন্তু সুপার এইট পর্ব শুরু হওয়ার আগেই ভারতীয় দল শুভমন গিল (Shubman Gill) ও আবেশ খানকে (Avesh Khan) ছেড়ে দিচ্ছে বলে খবর।


শুভমন এবং আবেশ উভয়ই ভারতের ১৫ জনের বিশ্বকাপের মূল দলে নেই। তাঁরা দলের সঙ্গে রিজার্ভ ক্রিকেটার হিসাবেই সফর করেছেন। পিটিআইয়ের খবর অনুযায়ী, শনিবার কানাডের বিরুদ্ধে ভারতের শেষ গ্রুপ পর্বের ম্যাচের পরেই শুভমন, আবেশকে ছেড়ে দেওয়া হবে। গোটা বিষয়ে অবগত এক বিসিসিআই আধিকারিক জানান এই দুইজনকে গ্রুপ পর্বের পর ছেড়ে দেওয়ার বিষয়টি পূর্বনির্ধারিতই ছিল। কারণ ভারতীয় ম্যানেজমেন্ট টুর্নামেন্টের বাকি ম্যাচগুলির জন্য চারজন অতিরিক্ত খেলোয়াড় নিয়ে সফর করা প্রয়োজনীয় নয় বলেই মনে করছে।


উক্ত আধিকারিক পিটিআইকে জানান, 'শুভমন এবং আবেশের যুক্তরা গ্রুপ লিগ পর্বের ম্যাচগুলির অবধিই থাকার কথা ছিল। এটা পূর্ব নির্ধারিতই ছিল। তাই কানাডা ম্যাচের পর ওদের দল থেকে ছেড়ে দেওয়া হবে।' ভারতীয় দল চার রিজার্ভ নিয়ে বিশ্বকাপে সফর করেছিল। তাঁদের মধ্যে রিঙ্কু ও খলিল আমেদে অবশ্য দলের সঙ্গেই থাকবেন।


টিম ইন্ডিয়ার ১৫ জনের স্কোয়াডে রোহিত শর্মা, বিরাট কোহলি বাদেও ওপেনারের বিকল্প হিসাবে যশস্বী জয়সওয়াল রয়েছেন। তাই চতুর্থ ওপেনার হিসাবে গিলের থাকার প্রয়োজনীয়তা নেই বললেই মনে করছে ম্যানেজমেন্ট। অপরদিকে, দলে প্রথম সারির তিন ফাস্ট বোলার বাদেও হার্দিক এবং শিবম দুবে বিকল্প ফাস্ট বোলার হিসাবে রয়েছেন। এছাড়াও খলিল আমেদ তো রয়েইছেন। তাই যথেষ্ট বিকল্প থাকায় আবেশের দলের সঙ্গে সফর করাটা খুব একটা গুরুত্বপূর্ণ নয় বলেই ধারণা। তাই তাঁকেও ছেড়ে দেওয়া হবে। এমনিও সুপার এইটের তিন ম্যাচের মধ্যে একদিন করে ব্যবধান রয়েছে। তাই তথাকথিত অনুশীলনের জন্য সময় কম। শুধু শুধু নেট বোলার হিসাবে আবেশকে সঙ্গে রাখার মানে নেই বলে ম্যানেজমেন্ট মনে করছে। তাই দুই তারকাকেই কানাডা ম্যাচের পর ছেড়ে দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: বৃষ্টিতে ভাসবে ভারত-কানাডা দ্বৈরথ? কোথায়, কখন দেখবেন টিম ইন্ডিয়ার গ্রুপ পর্বের শেষ ম্যাচ?