নয়াদিল্লি: প্রায় আট বছর আগে জাতীয় দলের (Indian Cricket Team) হয়ে শেষবার মাঠে নেমেছিলেন তিনি। তারপর থেকে তাঁর জন্য় জাতীয় দলের দরজা বন্ধই ছিল। বয়সও ৪০-র গণ্ডি পার করেছে। এবার অবশেষে নিজের আড়াই দশকের কেরিয়ারে ইতি টানলেন অমিত মিশ্র (Amit Mishra)। বৃহস্পতিবারই, নিজের অবসরের কথা ঘোষণা করেন অমিত মিশ্র।

তারকা লেগ স্পিনার ২০০৩ সালে নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার শুরু করেন। তারপর থেকে জাতীয় দলের হয়ে ২২টি টেস্ট, ৩৬ ওয়ান ডে এবং ১০টি বিশ ওভারের ম্যাচে মাঠে নেমেছেন তিনি। ভারতীয় দলের জার্সি গায়ে ১৫৬টি উইকেট নিয়েছেন তিনি। ২০১৩ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ়ে ১৮টি উইকেট নিয়ে ইতিহাস গড়েন তিনি। ২০১৭ সালের পর থেকে জাতীয় দলের হয়ে সুযোগ না পেলেও আইপিএল এবং ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছিলেন তিনি। আইপিএলে সর্বকালের অন্যতম সর্বোচ্চ উইকেটশিকারিও অমিত মিশ্র (Amit Mishra retirement)। তবে আর নয়।

নাগাড়ে চোটআঘাত ও পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের সুযোগ করে দেওয়ার জন্যই তিনি নিজের জায়গা ছেড়ে দিলেন বলেন অবসরের সিদ্ধান্ত ঘোষণা করে জানান অমিত। নিজের অবসর ঘোষণার পোস্টে তিনি লেখেন, 'আমার এই সফরে আমি প্রচুর গর্বের মুহূর্ত, অনেক কঠিন সময়ের সাক্ষী থেকেছি, অনেক কিছু শিখেছি, ভালবাসাও পেয়েছি। বিসিসিআই, হরিয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশন, আমার কোচ, সতীর্থ, সাপোর্ট স্টাফদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। সমর্থকরা ভরসা এবং আমার প্রতি সমর্থন আমায় প্রতি পদে সাহস জুগিয়েছে। শুরুর দিকে আত্মত্যাগ ও কঠিন যাত্রাপথ পেরিয়ে এই সফরের প্রতিটি অধ্যায় আমায় ক্রিকেটের এবং মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলতে সাহায্য করেছে।'

নিজের পরবর্তী অধ্যায়ে ক্রিকেটকে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করবেন বলেই জানান অমিত মিশ্র। 'আমার এই সফর শেষ হয়েছে। ক্রিকেট আমায় সবকিছু দিয়েছে। এবার আমি এই ক্রিকেট যা আমাকে পরিচিতি দিয়েছে, তাকে ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্যে কাজ করব।' লেখেন তিনি।

 

ক্রিকেটার হিসাবে অবসরের পর এবার হয়তো অমিত মিশ্রকে কোচ, ধারাভাষ্যকারের ভূমিকাতেই দেখা যাবে।