দুবাই: আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি, তারপরেই শুরু হয়ে যাবে মহাদেশের সেরা হওয়ার লড়াই। ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপ (Asia Cup 2025)। ভারতীয় দল (Indian Cricket Team) ১০ সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের এশিয়া কাপের অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল। তার আগে বৃহস্পতিবারই মরুদেশের উদ্দেশে পাড়ি দিয়েছিল ভারতীয় দল। এবার অনুশীলনেও নেমে পড়ল টিম ইন্ডিয়া।
শুক্রবার, আইসিসি অ্যাকাডেমিতে পুরোদমে অনুশীলন সারলেন সূর্যকুমার যাদব, যশপ্রীত বুমরারা। গত মাসে ইংল্যান্ড সফরের পর এই প্রথমবার গোটা ভারতীয় দল আবা একসঙ্গে অনুশীলন করলেন। অধিনায়ক সূর্যকুমার, সহ-অধিনায়ক শুভমন গিল, তিলক বর্মা, জীতেশ শর্মা, অভিষেক শর্মারা সকলেই নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং করেন।
সাধারণত যে কোনও বড় সিরিজ়ের আগে গোটা দল ঐক্যবদ্ধ হয়ে দেশের মাটিতে ফিটনেস পরীক্ষা দেওয়ার পাশাপাশি খানিকটা সময় অনুশীলন করে তারপরে বিদেশে পাড়ি দেয়। তবে এবার বিসিসিআইয়ের তরফে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সে কোনও অনুশীলন শিবির করেনি। বরং পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সরাসরি মরুদেশে পাড়ি দিয়েছিল। এবার অনুশীলনেও নেমে পড়ল ভারত।
এই অনুশীলন শিবিরটা ভারতীয় খেলোয়াড়রা বেশ উপভোগই করেন। কড়া অনুশীলনের মাঝে বুমরা, গিলরা কিন্তু বেশ হাসিঠাট্টাও করলেন। বুমরাকে কটাক্ষ করে গিলকে বলতে শোনা যায়, 'ওর পা বেশ আড়ষ্ট হয়ে আছে'। এর আগে একে অপরের বিরুদ্ধে নেটে প্রতিদ্বন্দ্বিতাও করেন বুমরা ও গিল। বুমরার বিরুদ্ধে শুরুটা গিল দুরন্ত কভার ড্রাইভ মেরে করলেও, দারুণ ইনস্যুইংয়ে ভারতীয় সহ-অধিনায়ককে পরাস্ত করে বদলা নেন বুমরা।
তীব্র গরমের মাঝে আধ ঘণ্টা ব্যাটিংয়ের পর গোটা বিষয়টি দূর থেকে সঞ্জু স্যামসন বেশ উপভোগই করছিলেন। স্যামসন নিজে অবশ্য বেশ কয়েক দফায় নেটে ব্যাটিং করেন। তাঁর পাশাপাশি ব্যাটিং এবং কিপিং অনুশীলন সারেন জীতেশ শর্মাও। অপরদিকে, অভিষেক শর্মা ব্যাটিং করার পাশাপাশি বেশ খানিকটা সময় তাঁর বাঁ-হাতি স্পিন বোলিংও করেন। ভারতীয় বোলিং কোচ মর্নি মর্কেল শিবম দুবের বোলিং রান আপের দিকে বেশ কড়া নজর রাখেন।
তবে হর্ষিত রানা ও অর্শদীপ সিংহ কিন্তু বোলিংয়ের থেকে অনেক বেশি সময় নিজেদের আরও ফিট কর তুলতে বিভিন্ন ড্রিলে অংশ নেন। তাঁদের ফিটনেস নিয়ে একটা প্রশ্নচিহ্ন রয়েছে। সেই সংশয় দূর করতেই সম্ভবত ফিটনেসেই বেশি জোর দেন তাঁরা।