নিউ ইয়র্ক: মাঝে আর মাত্র দুদিন। তারপরই শুরু হয়ে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup)। ভারতের (Indian Cricket Team) প্রথম ম্যাচের আগে অবশ্য রয়েছে কয়েকদিন। ৫ জুন প্রথম ম্যাচ টিম ইন্ডিয়ার (Team India)। সামনে আয়ার্ল্যান্ড।


সেই ম্যাচের আগে প্রস্তুতি শুরু করে দিল ভারতীয় দল। দিন দুয়েক আগেই নিউ ইয়র্কে পৌঁছে গিয়েছে ভারতীয় দলের বড় একটা অংশ। অধিনায়ক রোহিত শর্মা, যশপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব, অর্শদীপ সিংহ-সহ অনেকেই পৌঁছে গিয়েছেন মার্কিন মুলুকে। সঙ্গে কোচ রাহুল দ্রাবিড়, ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর, বোলিং কোচ পারস মামব্রে সহ বাকি সাপোর্ট স্টাফেরাও। তবে বিরাট কোহলি, হার্দিক পাণ্ড্যদের মতো কয়েকজন এখনও দলের সঙ্গে যোগ দেননি। যাঁরা পৌঁছে গিয়েছেন, তাঁরাই নেমে পড়লেন প্রস্তুতিতে।


যশপ্রীত বুমরা তাঁর সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, সতীর্থদের সঙ্গে দৌড়চ্ছেন ডানহাতি জোরে বোলার। ছবি পোস্ট করে প্রস্তুতি শুরু করার কথা জানিয়েছেন সূর্যও। তিনি নিজের ছবি পোস্ট করে লিখেছেন, 'প্রস্তুতিতে নেমে পড়া যাক।' 


 






 






প্রায় ১১ বছর কেটে গিয়েছে। ২০১৩ সালের পর থেকে আর কোনও আইসিসি ট্রফি জেতেনি ভারত। মাঝে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ হোক বা ওয়ান ডে বিশ্বকাপ - বারবার ফাইনালে উঠে হারতে হয়েছে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মাটিতে ছন্দে ছিল ভারত। জায়গা করে নিয়েছিল সেমিফাইনালেও। কিন্তু সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে দুরমুশ হতে হয়েছিল। খালি হাতেই ফিরতে হয়েছিল অজিভূম থেকে। এবার কি ওয়েস্ট ইন্ডিজ় ও আমেরিকার মাটিতে মোক্ষলাভ হবে?          


আরও পড়ুন: রয়েছে ভারত-পাকিস্তান, T20 World Cup-র গ্রুপ এ-তে আর কারা রয়েছে? দলগুলির শক্তি, দুর্বলতাই বা কী?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।