এজবাস্টন: ২০২৫-২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চলছে। সেখানে নতুন রেকর্ড গড়ল ভারতীয় ক্রিকেট দল। বিদেশের মাটিতে এক ইনিংসে সর্বাধিক রান বোর্ডে তুলল টিম ইন্ডিয়া। বার্মিংহ্যাম টেস্টে প্রথম ইনিংসে ৫৮৭ রান বোর্ডে তুলেছে গিল বাহিনী।
শুভমন গিল অধিনায়ক হিসেবে ইংল্যান্ডে খেলতে নেমে ব্য়াট হাতে দাপট দেখিয়েই চলেছেন। লিডসে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। আর বার্মিংহ্যামে তাঁর ব্য়াট থেকে এল ২৬৯ রান। ইংল্য়ান্ডে এটাই ভারতীয়দের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ রান। এই ইনিংসটিই একাধিক রেকর্ড গড়ে দিয়েছে।
ইংল্য়ান্ডের মাটিতে ভারত তাদের সর্বাধিক রান বোর্ডে তুলেছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে বিদেশের মাটিতে সর্বাধিক রান এক ইনিংসে ভারতের। এছাড়াও বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপে পাকিস্তানের রেকর্ড ভেঙে দিল ভারত।
এর আগে বিদেশের মাটিতে সর্বাধিক রান এক ইনিংসে বোর্ডে তুলেছিল পাকিস্তান। বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপে ২০২২ সালে ইংল্য়ান্ডের বিরুদ্ধে ৫৭৯ রান করেছিল তারা। সেই রানটিও টেক্কা দিয়ে দিল ভারত। ভারতের এক আগে সর্বাধিক রান ছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ২০২৪ সালের শুরুতে পারথে। সেখানে ৬ উইকেট হারিয়ে ৪৮৭ রান তুলে ডিক্লেয়ার দিয়েছিল টিম ইন্ডিয়া।
ভারত প্রথমে ব্যাটিং করতে নেমে ৫৮৭ রান বোর্ডে তুলেছিল টিম ইন্ডিয়া। জবাবে ব্যাটিং করতে নেমে ইংল্যান্ড ৪০৭ রান করেছিল। টপ অর্ডার রান করতে না পারলেও ইংল্যান্ড ব্যাটিং লাইন আপে হ্যারি ব্রুক ও জেমি স্মিথের দুরন্ত শতরানের ইনিংস ইংল্যান্ডকে চারশোর গণ্ডি পর করিয়ে দিতে সাহায্য করেছিল। এই পরিস্থিতিতে চতুর্থ ইনিংসে ইংল্যান্ড ব্য়াটিং লাইন আপকে চাপে রাখতে হলে ভারতকে অন্তত পক্ষে চারশো বা তার বেশি রানের লক্ষ্যমাত্র দিতেই হবে। কারণ এজবাস্টনে রান তাড়া করে জেতার রেকর্ড তেমনই আভাস দিচ্ছে।
এজবাস্টনের এই মাঠে কখনওই বিশাল রান তাড়া করে জেতার রেকর্ড নেই কোনও দলের। কিন্তু সাম্প্রতিক সময়ের কিছু পরিসংখ্যান দেখাচ্ছে যে কোনও লক্ষ্যমাত্রাই সেফ নয়। বিশেষ করে 'বাজবল' ঘরানার যে খেলা ইংল্য়ান্ড খেলে থাকে, সেই নিরিখে দেখতে গেলে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতীয় দল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইতিমধ্যেই চারশো রানের বেশি লিড নিয়ে নিয়েছে। ইংল্যান্ড প্রথম টেস্টে চতুর্থ ইনিংসে ব্য়াট করতে নেমে ৩৭১ রান তাড়া করে জয় ছিনিয়ে নিয়েছিল। বার্মিংহ্যামে কত রানের লক্ষ্যমাত্র ইংল্যান্ডকে দিতে পারে ভারত, তা দেখার।