নয়াদিল্লি: চ্যাম্পিয়ন্স ট্রফি জয় সম্পূর্ণ। সব ক্রিকেটাররাই দেশে ফিরে নিজেদের বাড়িতে ফিরে গিয়েছেন। আপাতত বিশ্রাম। কিছুদিন পরেই আইপিএল শুরু। ফের ক্রিকেটের ২২ গজে ফিরতে দেখা যাবে সবাইকে। তার আগে একসঙ্গে দেখা যেতে পারে ভারতীয় ক্রিকেটের তিন মহারথী মহেন্দ্র সিংহ ধোনি, বিরাট কোহলি ও রোহিত শর্মাকে। উপলক্ষ ঋষভ পন্থের বোনের বিয়ের অনুষ্ঠান। উত্তরাখণ্ডের মুসৌরিতে বসছে তারকা উইকেট কিপার ব্য়াটারের বোনের বিয়ের আসর। সেখানেই উপস্থিত থাকার কথা তিনজনের।
ঋষভের বোন সাক্ষী পন্থ। ব্যবসীয় অঙ্কিত চৌধুরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন পন্থের বোন। প্রায় ৯ বছর সম্পর্কে থাকার পর গত বছরই সাক্ষী ও অঙ্কিত তাঁদের বাগদান পর্ব সেরেছিলেন। এর আগে গত বছর জানুয়ারিতে লন্ডনে হওয়া বাগদান পর্বের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। মঙ্গল ও বুধবার বিয়ের অনুষ্ঠন। উল্লেখ্য, ১১ মার্চ মঙ্গলবার ধোনিকে দেহরাদুনের জলি গ্রান্ট বিমানবন্দরে দেখা গিয়েছে তাঁর পরিবারের সঙ্গে। ধোনিকে দেখা যায় কালো রংয়ের একটি টি শার্ট পরতে। সঙ্গে ক্রিম রংয়ের ট্রাউজার। সাক্ষীর বিয়ের অনুষ্ঠানে স্ত্রীকে নিয়ে উপস্থিত হয়েছেন নীতিশ রানাও।
আর কিছুদিন পরেই আইপিএল শুরু। ধোনি বর্তমানে চেন্নাই সুপার কিংসের অ্য়াকামেডিতে অনুশীলন সারছেন। সিএসকের অন্য়ান্য প্লেয়াররাও রয়েছেন। অন্যদিকে পন্থ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় ক্রিকেট দলের সদস্য ছিলেন। যদিও গত টুর্নামেন্টে একটি ম্য়াচেও নামার সুযোগ পাননি তিনি। দুবাই থেকে সরাসরি বোনের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পন্থ। তাঁর পরিবর্তে গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে উইকেটের পেছনে দায়িত্ব সামলেছিলেন কে এল রাহুল। সেমিফাইনাল ও ফাইনাল দুটো গুরুত্বপূর্ণ ম্য়াচেই ব্যাট হাতেও অবদান রেখেছিলেন রাহুল।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পন্থকে বসিয়ে কে এল রাহুলকে খেলানো নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। কে এল রাহুল সাধারণত ভারতীয় দলের হয়ে ৫ নম্বরে ব্যাট করেন। উইকেটকিপার ২০২৩ সালের ওয়ান ডে বিশ্বকাপে বেশিরভাগ সময়ই ছন্দে ছিলেন, ১১ ম্যাচে ৭৫.৩৩ -এর অবিশ্বাস্য গড়ে ৪৫২ রান করেছিলেন। তবে গৌতম গম্ভীর দলের দায়িত্ব নেওয়ার পর থেকে, রাহুলের ব্যাটিং অর্ডার বদলে দিয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ছিলেন ওয়াশিংটন সুন্দর, ইংল্যান্ডের বিপক্ষে অক্ষর পটেলদের তাঁর আগে ব্যাট করতে পাঠানো হচ্ছে। রাহুল আরও একটু নীচের দিকে নামছেন। আর চ্যাম্পিয়ন্স ট্রফির শেষে রাহুলকে খেলানো যে কতটা সঠিক সিদ্ধান্ত ছিল গম্ভীরের তা প্রমাণ হয়ে গিয়েছে।