ক্যান্ডি: বর্তমানে শ্রীলঙ্কায় ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) এশিয়া কাপ খেলতে ব্যস্ত। আসন্ন ৫০ ওভারের বিশ্বকাপের (ODI world Cup 2023) আগে নিজেদের শক্তি ও দুর্বলতা পরখ করে নেওয়ার সুযোগ রয়েছে এই টুর্নামেন্টে। এই টুর্নামেন্টের মাঝেই ৫ সেপ্টেম্বর, মঙ্গলবার বিশ্বকাপের জন্য ভারতের প্রাথমিক ১৫ সদস্যের দলের ঘোষণা করা হবে।
বোর্ডের তরফে মঙ্গলবার ক্যান্ডির এক হোটেলে এক সাংবাদিক বৈঠক আয়োজনের কথা জানানো হয়েছে। সেখানেই বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার দল ঘোষণা করা হবে। দুপুর ১.৩০ টা নাগাদ এই বৈঠকটি আয়োজিত হবে। বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করার কিন্তু কালই শেষ দিন। তাই বাধ্য হয়েই অজিত আগরকরের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটিকে কালকে দল ঘোষণা করতেই হত। হচ্ছেও তাই।
এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করা হলেও, বিশ্বকাপের জন্য ১৫ জনেরই দল ঘোষণা করা যাবে। তাই ভারতের এশিয়া কাপ দলে সুযোগ পাওয়া অন্তত দুই তারকা এই বিশ্বকাপের দল থেকে বাদ পড়বেন। তবে দলে পরবর্তীতে আইসিসির অনুমতি রদবদল ঘটানোর সুযোগ রয়েছে।
প্রসঙ্গত, বিশ্বকাপের দল ঘোষণা করার আগে ভারতীয় সমর্থকদের মনে যাকে নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন, তিনি কেএল রাহুল। অস্ত্রোপ্রচার ও দীর্ঘ রিহ্যাবের পর চোট সারাতে পারলেও, এশিয়া কাপের প্রাক্কালে ফের একবার চোটের কবলে পড়েন। সেই কারণেই এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচগুলিতে তিনি ভারতের হয়ে মাঠে নামতে পারেননি। তবে রবিবার সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচের আগে তিনি ফিট হয়ে যাবেন বলেই আশা করা হচ্ছে। বিশ্বকাপ দলেও তাঁর নাম থাকবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
বাবা হলেন বুমরা
পাকিস্তান ম্যাচের পরেই তিনি শ্রীলঙ্কা থেকে দেশে ফিরেছিলেন। নেপালের বিরুদ্ধে সোমবারের ম্যাচে খেলছেন না। অবশেষে জানা গেল, কেন টুর্নামেন্টের মাঝপথে তড়িঘড়ি দেশে ফিরেছিলেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। বাবা হলেন ভারতীয় দলের পেসার। সোমবার বুমরা ও তাঁর স্ত্রী সঞ্জনা গণেশনের পুত্রসন্তান হয়েছে। পাকিস্তান ম্যাচের পরই দেশে ফিরেছিলেন বুমরা। নেপাল ম্যাচে তিনি খেলছেন না। ভারতীয় শিবির থেকে জানানো হয়েছিল, ব্যক্তিগত কারণে দেশে ফিরেছেন বুমরা।
সোমবার ভারতীয় পেসার নিজে সোশ্যাল মিডিয়ায় সদ্যোজাতর হাতের ছবি পোস্ট করলেন। সঙ্গে লিখলেন, 'আমাদের ছোট পরিবার বড় হল। আমাদের হৃদয় আজ পরিপূর্ণ। আজ সকালে আমাদের পুত্রসন্তানকে স্বাগত জানিয়েছি। অঙ্গদ যশপ্রীত বুমরাকে পৃথিবীতে স্বাগত। আমরা আনন্দে ডগমগ হয়ে রয়েছি। সন্তানের সঙ্গে সঙ্গে জীবনে আর যা যা হবে, তার জন্য তর সইছে না।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: সারছে না পুরনো রোগ, নেপাল ম্যাচে ভারতের পারফরম্যান্স উদ্বেগ বাড়াচ্ছে সমর্থকদের