কলকাতা: তিনি বাংলার মহারাজ। তিনি বাংলার ক্রীড়া আইকন। তিনি দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ও তিনি প্রাক্তন বিসিসিআই সভাপতি। তিনি সৌরভ গঙ্গোপাধ্য়ায় (Sourav Ganguly)। প্রচুর তরুণ প্রজন্ম যাঁকে আদর্শ মনে করে। কিন্তু সেই সৌরভের ওপরই ক্ষেপে গিয়েছে এই বাংলার জনতা। কিছুদিন আগে আর জি কর ইস্যতে মুখ খুলতে গিয়েছে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনাটিকে ''আকষ্মিক ঘটনা'' বলেছিলেন। এতেই ক্ষেপে গিয়েছিলেন বাংলার মানুষ। দিকে দিকে সোশ্য়াল মিডিয়ায় সৌরভের নিন্দায় সরব হয়েছেন অনেকেই। এবার ফের একবার আর জি কর ইস্যু নিয়ে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন বিসিসিআই সভাপতি জানিয়ে দিলেন, তাঁর বক্তব্যের ভুল ব্যাখা করা হয়েছে।
এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সৌরভ বলেন, ''আগেও বলেছিলাম যে এটা ভয়ঙ্কর ইস্যু। কিন্তু আমার বক্তব্যের ভুল ব্যাখা হয়েছে। এখন আন্দোলন অনেকটা এগিয়েছে। সিবিআই এবার দায়িত্ব নিয়েছে। তদন্তভার নিয়েছে তাঁরা। এই ঘটনা ভীষণই লজ্জাজনক। আশা করব সিবিআই যাঁরা তদন্ত করছে, দোষীদের চিহ্নিত করতে পারলে কড়া শাস্তি দেওয়া উচিত। যাতে পরবর্তী সময়ে এরকম কিছু করার আগে মানুষ বারবার ভাববে।''
শহর, রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দেশজুড়ে আন্দোলন বিরাট আকার নিয়েছে। নির্যাতিতার সুবিচারের দাবিতে পথে নেমেছে লক্ষ লক্ষ মানুষ। আন্দোলনকারীদের সমর্থনে সৌরভ বলছেন, ''একদম সঠিক সিদ্ধান্ত। কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে চিকিৎসা ব্যবস্থা যেন বেহাল না হয়। ভীষণ গুরুত্বপূর্ণ একটা দফতর এই স্বাস্থ্য। এমার্জেন্সিতে চিকিৎসকদের প্রয়োজন মানুষের।''
এর আগে আর জি কর ইস্যুতে প্রশ্ন করায় সৌরভ বলেছিলেন, 'খুব দুর্ভাগ্যজনক। কড়া পদক্ষেপ নেওয়া উচিত। এটা সত্যিই ভয়ানক ঘটনা।' এর সঙ্গেই নিরাপত্তা আরও আটসাঁট করার পরামর্শ দিয়েছেন তিনি। বলছেন, 'সব জায়গায় সবকিছু সম্ভব। তাই সেভাবেই সিসিটিভি ক্যামেরা, নিরাপত্তা ব্যবস্থা তৈরি রাখা উচিত। এটা যে কোনও জায়গায় নেওয়া উচিত- এখানে হাসপাতালে হয়েছে।'' তাঁর সংযোজন ছিল, 'মেয়েদের নিরাপত্তা পশ্চিমবাংলা-ভারতবর্ষে সর্বত্র আছে। ভারত অত্যন্ত ভাল দেশ। পশ্চিমবঙ্গ অত্যন্ত ভাল রাজ্য। ভাল শহরে আমরা বাস করি। একটা ঘটনা দিয়ে বিচার করা উচিত নয়। কিন্তু এই ঘটনায় অত্যন্ত কড়া পদক্ষেপ করা উচিত।' উল্লেখ্য়, এই ঘটনা নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে, একাধিক প্রশ্ন তুলছেন ওই হাসপাতালের ডাক্তারি পড়ুয়ারাও। চলছে রাজনীতির টানাপড়েনও।