নয়াদিল্লি: সীমিত ওভারের ক্রিকেটে, বিশেষত টি-টোয়েন্টিতে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) তত্ত্বাবধানে ভারতীয় দল গোটা ২০২৫ সালে দুরন্ত পারফর্ম করেছে। তবে সীমিত ওভারের ক্রিকেটে একদিকে যেখানে সাফল্য এসেছে, সেখানে লাল বলের ক্রিকেটে ভারতীয় দলের পারফরম্যান্স ছিল হতাশাজনক। সমালোচনায় বিদ্ধ হয়েছেন কোচ গৌতম গম্ভীর। এরপরেই খবর আসছিল বিসিসিআইয়ের তরফে নাকি মৌখিকভাবে এক কিংবদন্তি ক্রিকেটারকে ভারতীয় টেস্ট দলের কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এই নিয়ে মুখ খুললেন দেবজিৎ সাইকিয়া (Devajit Saikia)।
সদ্যই ঘরের মাটিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ়ের দুই ম্য়াচই হেরেছে। SENA দেশগুলির বিরুদ্ধে গম্ভীরের কোচিংয়ে ১০টি টেস্ট হেরেছে ভারত। অনেকেই লাল বলের ক্রিকেটে গম্ভীরের অপসারণের দাবি তুলেছেন। এরই মাঝে খবর আসছে মৌখিকভাবে এক কিংবদন্তি ক্রিকেটারকে ভারতীয় টেস্ট দলের কোচ হওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। কে সেই ক্রিকেটার?
তিনি আর কেউ নন ভিভিএস লক্ষ্মণ। রিপোর্ট অনুযায়ী তাঁকে ভারতীয় বোর্ডের এক প্রভাবশালী ব্যক্তি মৌখিকভাবে টেস্ট দলের কোচ হওয়ার জন্য তিনি আগ্রহী কি না জিজ্ঞেস করা হয়েছে। তবে শোনা যাচ্ছে লক্ষ্মণ এই প্রস্তাব নাকচ করে দিয়েছন। তিনি বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে 'হেড অফ ক্রিকেট'-র ভূমিকাতেই খুশি বলে জানিয়েছেন লক্ষ্মণ।
তবে এই রিপোর্ট সামনে আসতেই স্বাভাবিকভাবেই ভারতীয় ক্রিকেটমহলে হইচই পড়ে গিয়েছে। অনেকেই এই খবরের সত্যতা যাচাইয়ে আগ্রহী। এই রিপোর্ট কিন্তু বিসিসিআইয়ের তরফে সম্পূর্ণভাবে ভুল বলে জানিয়ে দেওয়া হয়েছে। বিসিসিআইয়ের তরফে বোর্ড সচিব সম্প্রতি Sports Tak-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, 'এটা গোটা বিষয়টাই গুজব। আমরা কারুর সঙ্গেই (ভারতীয় টেস্ট দলের কোচ হওয়ার) এই বিষয়ে কথাবার্তা বলিনি বা প্রস্তাব দিইনি। ও (গৌতম গম্ভীর) চুক্তি অনুযায়ীই নিজের কাজ চালিয়ে যাবে।'
ভারতীয় বোর্ডের সঙ্গে বর্তমান কোচ গৌতম গম্ভীরের ২০২৭ সালের ৫০ ওভারের বিশ্বকাপ পর্যন্ত চুক্তি রয়েছে। তবে বিভিন্ন মাধ্যমের খবর অনুযায়ী টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই সেই নিয়ে পুর্নবিবেচনা করা হতে পারে। অনেকেই গম্ভীরকে নিয়ে সংশয়ে রয়েছেন। কিছু কিছু রিপোর্টে তো এমনও দাবি করা হচ্ছে যে ভারত ঘরের মাটিতে বিশের বিশ্বকাপ খেতাব ডিফেন্ড করতে ব্যর্থ হলে গম্ভীরের চাকরি যেতে পারে। তবে বিসিসিআইয়ের তরফে সাইকিয়া কিন্তু সম্পূর্ণরূপে এই দাবি নাকচ করে দিলেন।