নয়াদিল্লি: সদ্যই ভারতীয় ক্রিকেটের (Indian Cricket Team)  দুই স্তম্ভ, রোহিত শর্মা ও বিরাট কোহলি টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। এরপর সম্প্রতি কিছু রিপোর্ট দাবি করা হয়েছিল ভারতীয় দলের আরেক সিনিয়র ক্রিকেটারও টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর চিন্তা ভাবছেন করছেন। তিনি আর কেউ নন, মহম্মদ শামি (Mohammed Shami)। এই রিপোর্টকে এবার সরাসরি নস্যাৎ করে দিলেন মহম্মদ শামি।

নিজের সোশ্যাল মিডিয়ায় অবসরের এই রিপোর্টকে মিথ্যে বলে দাবি করে কড়া ভাষায় শামি লেখেন, 'আরে মহারাজ দারুণ কাজ করেছ। এবার নিজের চাকরির কতদিন বাকি রয়েছে, সেটাও গুণে নাও, তারপর না হয় বাকিটা দেখবে। আপনাদের মতো লোকেরা আমাদের ভবিষ্যৎ নষ্ট করছে। কখনও তো ভাল কিছু বল। ক্ষমা করবেন, তবে এটা আজকের সবথেকে খারাপ খবর।'

 

শামি ইতিমধ্যেই ৬৪টি টেস্ট ম্যাচ খেলে ফেলেছন। তাঁর ঝুলিতে ২৭.১ গড়ে ২২৯টি টেস্ট উইকেটও রয়েছে। ভারতের সর্বকালের সেরা ফাস্ট বোলারদের অন্যতম তিনি। আর তিনি যে এখনই টেস্ট অবসর নিয়ে কিছু ভাবছেন না, তা তাঁর এই পোস্টে কার্যত প্রমাণ হয়ে গেল। পরে কী হয়, সেটা সময়ই বলবে। তবে অবসর না নিলেও, শামির ইংল্যান্ড সফরে দলে সুযোগ পাওয়া নিয়ে খানিক প্রশ্নচিহ্ন রয়েছে বটে। এর কারণ তাঁর ফিটনেস।

শামি ২০২৩ সালের জুন মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছিলেন। তারপর থেকে আর লাল বলের ক্রিকেটে দেখা যায়নি তাঁকে। অর্থাৎ প্রায় বছর দু'য়েক কোনও টেস্ট ম্যাচ খেলেননি তিনি। ২০২৩ সালের ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালের পর দীর্ঘদিন মাঠের বাইরেও ছিলেন তিনি। বর্তমানে আইপিএলে খেলছেন শামি। ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ়ে ভারতীয় দলেও ফিরেছেন তিনি। তবে শামির ফিটনেস নিয়ে এখনও পর্যন্ত নির্বাচকরা সম্পূর্ণ নিশ্চিত নন।

দাবি করা হচ্ছে দীর্ঘ সময়ের পর শামির শরীর আপাতত লম্বা ফর্ম্যাট খেলার জন্য প্রস্তুত কি না, সেটা দেখেই ইংল্যান্ড সফরে তাঁর নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে শোনা যাচ্ছে সীমিত ওভারের ক্রিকেটে ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করার পুরস্কার পেতে পারেন অর্শদীপ সিংহ। তারকা বাঁ-হাতি ফাস্ট বোলারের আসন্ন বিলেত সফরে ভারতীয় দলে সুযোগ পাওয়ার বিষয়ে জোর কানাঘুষো শোনা যাচ্ছে।