নয়াদিল্লি: সদ্য়ই এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষিত হয়েছে। সেখানে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নাম না থাকায় প্রবল তর্ক-বিতর্ক শুরু হয়েছে। তবে এর মাঝেই আবার এক রিপোর্টে দাবি করা হচ্ছিল শ্রেয়স টি-টোয়েন্টি ও টেস্ট দলে আপাতত ব্রাত্য হলেও, রোহিত শর্মার পরবর্তী যুগে তিনিই হয়তো ভারতীয় দলের ওয়ান ডে অধিনায়ক হতে পারেন। এই জল্পনা নিয়ে এবার মুখ খুললেন বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া (Devajit Saikia)।  

একাধিক রিপোর্টে শোনা যাচ্ছে কেরিয়ারের সায়াহ্নে পৌঁছে যাওয়া রোহিতকে তাঁর অধিনায়ক পদ থেকে অব্যাহতি দেওয়া হতে পারে। তারপর হয়তো শ্রেয়সের হাতেই উঠতে পারে নেতৃত্বের দায়ভার। তবে এই দাবি দাওয়াকে সম্পূর্ণভাবে খারিজ করে দিলেন সাইকিয়া। তিনি হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'এটা তো আমার কাছে নতুন খবর। এই ধরনের কোনওরকম আলোচনা হয়েছে বলে তো আমি জানি না।'

ভারতের ওয়ান ডে অধিনায়কত্বে কানাঘুষো নিয়ে কথা বলার পাশাপাশি এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচ খেলা নিয়েও মুখ খুললেন বিসিসিআইয়ের সচিব। পহেলগাঁও আক্রমণের পর যেখানে পড়শি দেশের সঙ্গে সব আদান প্রদান বন্ধ রয়েছে, সেখানে ক্রিকেট ম্যাচ কেন খেলা হবে, এই নিয়ে সরব হয়েছিলেন অনেকে। সেখানে হরভজন সিংহের মতো প্রাক্তন ক্রিকেটাররাও রয়েছেন। 

তবে ভারত সরকারের তরফে ছাড়পত্র বাকি ছিল। গতকালই সেই ছাড়পত্রও দিয়ে দেওয়া হয়েছে। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রালয়ের তরফে বৃহস্পতিবার ২১ অগাস্ট জানিয়ে দেওয়া হয়েছে যে ভারত-পাকিস্তানের বিরুদ্ধে কোনওদিনও দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না। তবে এশিয়া কাপ ও আইসিসি টুর্নামেন্টে ভারত পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচ খেলবে শুধু। 

এই নির্দেশের পরেই ভারতের এশিয়া কাপে খেলা নিয়ে সমালোচনা করা ব্যক্তিত্বদের কার্যত এক হাত নিয়েছেন সাইকিয়া। তিনি বলেন, 'কেন্দ্রীয় মন্ত্রক তো আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের জন্য একটি নীতি ঘোষণা করেছে। আমরা সেটিকে স্বাগত জানাচ্ছি। ভারতের এশিয়া কাপে অংশগ্রহণের বিপক্ষে যে ক্যাম্পেনগুলি হচ্ছিল, সেইসব এবার শান্ত হয়ে যাওয়া উচিত। আমরা সরকারের এই নীতির থেকে এ ইঞ্চিও এদিক, ওদিক যাব না। সরকারের লাগু করা সব নিয়মাবলী মেনে চলব।

ফলে ভারতের এশিয়া কাপে অংশগ্রহণ করা নিয়ে আর কোনওরকম জল্পনা রইল না। ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা টুর্নামেন্টে ১০ সেপ্টেম্বর নিজেদের অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল। প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে খেলতে নামবে সূর্যকুমারের দল। তবে ১৪ সেপ্টেম্বর টুর্নামেন্টের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে ভারত-পাকিস্তান ম্য়াচ রয়েছে। ১৯ সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে খেলতে নামবে ভারত।