নয়াদিল্লি: সদ্য সমাপ্ত বর্ডার-গাওস্কর ট্রফিতে ভারতীয় দলকে (Indian Cricket Team) দুই টেস্টে নেতৃত্ব দিয়েছেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ব্যাট ও অধিনায়কত্ব, উভয় বিভাগেই রোহিত শর্মার খারাপ পারফরম্যান্স তাঁর ভবিষ্যৎ নিয়েই প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। অনেকেই রোহিতের বদলে বুমরাকে পাকাপাকিভাবে নেতৃত্ব দেওয়ার পক্ষে সওয়াল করেছেন। কিন্তু এই চিন্তাভাবনার পরিপন্থী মহম্মদ কাইফ (Mohammad Kaif))। 


ভারতীয় প্রাক্তনীর মতে বুমরাকে যদি পাকাপাকিভাবে নেতৃত্ব দেওয়া হয়, তাহলে তাঁর বোঝা অহেতুক আরও বাড়বে। অধিনায়কত্বের জেরে সব ম্যাচ খেলতে গিয়ে তাঁর চোট আঘাতের সম্ভাবনা আরও বাড়বে। কাইফ নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'বুমরাকে পাকাপাকিভাবে অধিনায়ক নির্বাচিত করার আগে বিসিসিআইয়ের কিন্তু দুইবার ভাবা উচিত। ওর শুধুমাত্র উইকেট নেওয়া এবং ফিট থাকার দিকেই নজর দেওয়া উচিত। স্রোতের আবহে ভেসে গিয়ে ওকে নেতৃত্বের বাড়তি দায়িত্বভার দিলে চোট আঘাতের ঝুঁকি বাড়বে এবং এক দুরন্ত কেরিয়ারের দৈর্ঘ্য কমবে। সোনার ডিম দেওয়া হাঁসকে মেরো না।'


 






 


বুমরা এখনও পর্যন্ত ৪৫টি টেস্ট ম্যাচ খেলে ২০৫টি উইকেট নিয়েছেন। দ্রুততম ফাস্ট বোলার ও দ্বিতীয় দ্রুততম ভারতীয় বোলার হিসাবে তিনি দু'শো উইকেটের গণ্ডি পার করেছেন। তবে বল হাতে তাঁর রেকর্ড অনবদ্য হলেও, অধিনায়কত্বের রেকর্ড খুব একটা আহামরি নয়। তিনি টিম ইন্ডিয়াকে মোট তিনটি টেস্টে নেতৃত্ব দিয়ে দুইটিতেই হেরেছে। পাশাপাশি কাইফের চিন্তা একেবারে অমূলক বলা চলে না। সম্প্রতি ফের একবার চোটের কবলে পড়েছেন বুমরা। 


সিডনি টেস্টে খেলার দ্বিতীয় দিনে পিঠের ব্যথায় কাবু হয়ে মাঠ ছাড়েন জসপ্রীত বুমরা। আর মাঠে নেমে বোলিং করতে পারেননি। চোট কি খুব গুরুতর? এখনও অফিশিয়াল কোনওকিছু জানা যায়নি। তবে চিন্তার কারণ অন্য। আগামী ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের প্রথম ম্য়াচ বাংলাদেশের বিরুদ্ধে। তার আগে সুস্থ হয়ে উঠবেন তো বুমরা? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। তাঁর এই চোট আঘাতের রেকর্ডই কাইফের দাবিকে আরও পোক্ত করছে। তবে শেষমেশ তাঁকে নেতৃত্ব দেওয়া হয় কি না, সেটাই দেখার। 


আরও পড়ুন: কেমন পিচে হয়েছিল ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজ? কী রিপোর্ট পেশ করল আইসিসি?