নয়াদিল্লি: শনিবার পুণেতে ১১৩ রানে পরাজিত হয় ভারতীয় দল। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে (India vs New Zealand) প্রথম দুই টেস্ট হারায় ইতিমধ্যেই সিরিজ়ের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছে। ১ নভেম্বর থেকে মুম্বইয়ে নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হবে ভারত ও নিউজ়িল্যান্ড। সেই ম্যাচের আগেই দল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে তারকা ভারতীয় ক্রিকেটারকে।


কথা হচ্ছে ভারতের তরুণ তুর্কি হর্ষিত রানার (Harshit Rana)। গতকাল অস্ট্রেলিয়ার সফরের জন্য ঘোষিত ভারতের ১৮ জনের টেস্ট দলে সুযোগ পেয়েছেন তিনি। এই প্রথমবার জাতীয় টেস্ট দলে ডাক পেলেন তরুণ ফাস্ট বোলার। তিনি নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজ়ে ভারতের মূল দলে সুযোগ না পেলেও, দলের সঙ্গেই রয়েছেন। রিজার্ভ ক্রিকেটার হিসাবে দলের সঙ্গে রয়েছেন হর্ষিত। তবে সিরিজ়ের তৃতীয় টেস্টে আর দলের সঙ্গে থাকবেন না তিনি।


একদিকে যেখানে ভারতের সিরিজ় চলছে, সেখানে কিন্তু ঘরোয়া ক্রিকেটে রঞ্জি ট্রফি মরশুমও শুরু হয়ে গিয়েছে। সেই রঞ্জি ট্রফিতে খেলতে দেখা যাবে হর্ষিতকে। দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলেন হর্ষিত। দিল্লি পরের রাউন্ডের ম্যাচে তারকা ফাস্ট বোলার নভদ্বীপ সাইনিকে পাবে না। সাইনি ভারতীয় 'এ' দলের অস্ট্রেলিয়া সফরে ডাক পেয়েছেন। ফলে রঞ্জি ম্যাচ খেলা হবে না তাঁর। সাইনির অভাব মেটাতেই তাই হর্ষিতের প্রয়োজন বোধ করেছেন রাজধানীর ক্রিকেট বোর্ডের কর্তারা। 


সেই জন্য দিল্লি ক্রিকেট সংস্থার তরফে হর্ষিত রানাকে ভারতীয় দল থেকে ছেড়ে দেওয়ার অনুরোধ করা হয়। রিপোর্ট অনুযায়ী সেই রিপোর্টে সাড়া মিলেছে। ডিডিসিএ-র অনুরোধের জেরেই জাতীয় দল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে হর্ষিতকে। ২৬ অক্টোবর থেকে ঘরের মাঠ অরুণ জেটলি স্টেডিয়ামে অসমের মুখোমুখি হবে দিল্লি। সেই ম্যাচেই হর্ষিত মাঠে নামতে পারেন।


এই খবরে একদিকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স লাভবানই হবে। হর্ষিত ভারতীয় সীমিত ওভারের দলে এর আগেও সুযোগ পেয়েছেন। তবে তিনি এখনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। তাই এখনও তিনি আনক্যাপডই। ৩১ অক্টোবর আইপিএলের রিটেনশন তালিকা প্রকাশের শেষ দিন। তাঁর আগে টিম ইন্ডিয়ার শেষ ম্যাচ মুম্বইয়ে। সেই ম্যাচে হর্ষিতের না খেলার অর্থ আইপিএলের নিয়ম অনুযায়ী তাই কেকেআর চাইলে তাঁকে মাত্র চার কোটি টাকায় দলে ধরে রাখতে পারবে। তবে আদৌ নাইট শিবির তাঁকে রিটেন করে কি না, এবার সেটাই দেখার।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: বিরাট, রোহিতদের ব্যর্থতার দিনেও ভারতীয় হিসাবে সর্বকালীন ইতিহাস গড়লেন যশস্বী জয়সওয়াল