পুণে: বেঙ্গালুরুর পর পুণে, পরিবেশ, মাঠ বদলালেও, বদলাল না ছবিটা। ফের একবার ব্যাটিং ব্যর্থতার জেরে হারতে হল ভারতকে। নিউজ়িল্য়ান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে (IND vs NZ 2nd Test) ১১৩ রানে পরাজিত হয়ে ১২ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ় খুইয়েছে টিম ইন্ডিয়া। দলের ব্যাটিং ব্যর্থতার দিনেও একমাত্র উজ্জ্বল তিনি, যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। পুণেতে একমাত্র ভারতীয় ব্যাটার হিসাবে অর্ধশতরানের গণ্ডি পার করেছেন বাঁ-হাতি ওপেনার। আর এই ইনিংসই তাঁকে এক অনন্য রেকর্ড গড়তে সাহায্য করল।
শনিবার যেখানে ভারতের সিংহভাগ টপ অর্ডার ব্যাটাররাই কেবল এলেন আর গেলেন, সেখানে যশস্বী বিধ্বংসী মেজাজে ৬৫ বলে ৭৭ রানের ইনিংস খেলেন। তাঁর ইনিংস সাজানো ছিল নয়টি চার ও তিনটি ছক্কায়। যশস্বী প্রথম ভারতীয় ব্য়াটার হিসাবে এক ক্যালেন্ডার বর্ষে টেস্টে ৩০টি ছক্কা হাঁকালেন। ভারতীয় ক্রিকেটের ৯২ বছরের ইতিহাসে অনেক বড় বড় ব্যাটার আসলেও, এই কৃতিত্ব কিন্তু সহবাগ, সচিন, সৌরভ, কোহলি, রোহিত, পন্থ, কারুর নেই।
যশস্বী এ বছরে ইতিমধ্যেই ৩২টি ছক্কা হাঁকিয়ে ফেলেছেন। তিনি কিন্তু সর্বকালীন রেকর্ডও ভেঙে দিতে পারেন। তার জন্য প্রয়োজন আর মাত্র দুইটি ছক্কা। এক দশক আগে টেস্টে এক বছরে ৩৩টি ছক্কা হাঁকিয়েছিলেন কিউয়ি প্রাক্তনী তথা ইংল্যান্ড দলের বর্তমান কোচ ব্র্যান্ডন ম্যাকালাম। সেটাই টেস্টে এক বছরে কোনও ব্যাটারের হাঁকানো সর্বাধিক সংখ্যক ছক্কা। যশস্বী পরের ম্যাচে মুম্বইতেই সেই রেকর্ড ভাঙতে পারেন। এছাড়াও অস্ট্রেলিয়া সফর তো রয়েইছে। তাই খুব হেরফের না হলে তিনি যে ম্যাকালামকে পিছনে ফেলে দেবেন, তা কার্যত নিশ্চিত।
যশস্বীর অনবদ্য ব্যাটিং সত্ত্বেও ভারতীয় ইনিংস তাসের ঘরের মতো ভেঙে পড়ে। যশস্বী ও শুভমনের দৌলতে তড়তড়িয়েই নির্ধারিত লক্ষ্যের দিকে এগোচ্ছিল ভারতীয় দল। তবে ৯৬ রানে এক উইকেট থেকে ১৬৭ রানে সাত উইকেট হয়ে যায় ভারতের। রবীন্দ্র জাডেজা ৪২ রানের লড়াকু ইনিংস খেললেও, ২৪৫ রানেই গুটিয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস। ১১৩ রানে পরাজিত হতে হয় টিম ইন্ডিয়াকে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বাড়াবাড়ির প্রয়োজন নেই! কিউয়িদের বিরুদ্ধে সিরিজ় হারের পর বার্তা রোহিতের