মুম্বই: এশিয়া কাপের ভারতীয় স্কোয়াডে সুযোগ পাননি শ্রেয়স আইয়ার। তাঁকে দলে না নেওয়া নিয়ে নির্বাচকমণ্ডলীকেও সমালোচনার মুখে পড়তে হয়েছে। তবে বিসিসিআই সূত্রে খবর, ভারতীয় ওয়ান ডে দলের অধিনায়ক হিসেবে না কি শ্রেয়স আইয়ারকেই ভাবছে নির্বাচকমণ্ডলী। সর্বভারতীয় সংবাদমাধ্যম NDTV-র বিবৃতি অনুসারে রোহিত শর্মার পর ওয়ান ডে ফর্ম্য়াটে দীর্ঘ সময়ের জন্য ভারত অধিনায়কের খোঁজ করছে বিসিসিআই। আর সেই হিসেবে শ্রেয়স আইয়ারকেই ভাবতে চলেছেন নির্বাচকরা।
রোহিত শর্মা ইতিমধ্য়েই টি-টোয়েন্টি ও টেস্ট ফর্ম্য়াট থেকে অবসর নিয়েছেন। এবারের এশিয়া কাপ কুড়ির ফর্ম্য়াটে হতে চলেছে। তার জন্যই রোহিতকে দেখা যাবে না আসন্ন টুর্নামেন্টে। এদিকে গত মঙ্গলবার বিসিসিআই ১৫ সদস্যের এশিয়া কাপের ভারতীয় স্কোয়াড ঘোষণা করেছে। সূর্যকুমার যাদবের নেতৃত্বে খেলতে নামবে টিম ইন্ডিয়া। শুভমন গিলক সহ অধিনায়ক বেছে নেওয়া হয়েছে।
আগামী অক্টোবর মাসে ভারতের ওয়ান ডে সিরিজ রয়েছে। এশিয়া কাপ শুরু হবে আগামী ৯ সেপ্টেম্বর থেকে। চলবে আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। সেই সময়ই ওয়ান ডে সিরিজের দল ঘোষণা হবে।
শ্রেয়স আইপিএলে দুর্দান্ত পারফর্ম করেছিলেন গত মরশুমে। মোট ১৪ ম্য়াচে ৬০৪ রান করেছিলেন তিনি। ২০২৪ মরশুমে কেকেআরকে অধিনায়ক হিসেবে ফাইনালে তুলে চ্যাম্পিয়ন করেছিলেন। এরপরের মরশুমে পাঞ্জাবের অধিনায়ক হিসেবে ফাইনালে ওঠেন। যদিও এবার রানার্স আপ হতে হয়। অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ান ডে সিরিজ ফেয়ারওয়েল সিরিজ হতে পারে বিরাট কোহলি ও রোহিত শর্মার জন্য। যদিও নির্বাচকমণ্ডলী আগেই জানিয়ে দিয়েছিল যে এই দুই তারকা ক্রিকেটার নিজেদের কেরিয়ারের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারবেন।
এদিকে, ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত খেলার ইচ্ছে প্রকাশ করেছিলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। কিন্তু তাঁরা আরও দু বছর আদৌ খেলা চালিয়ে যেতে পারবেন কি না, তা নিয়ে সন্দিহান নির্বাচকরা। এমনকী অনেক প্রাক্তন ক্রিকেটারই মনে করেন যে দুজন তারকা ব্যাটারকে ওয়ান ডে ফর্ম্য়াটে জাতীয় দলে নিজেদের জায়গা ধরে রাখার জন্য় কঠোর লড়াই করতে হবে। যেভাবে নতুন নতুন প্রতিভা উঠে আসছে, তাতে ৩৬ ও ৩৮ পেরনো দুজনের পক্ষে খেলা চালিয়ে যাওয়াটা কিছুটা চাপেরই। তার মধ্য়ে সারা বছরে ওয়ান ডে আন্তর্জাতিক ও আইপিএল ছাড়া বিরাট ও রোহিতকে আর দেখা যাবে না, তাই জায়গা ধরে রাখাটা তাঁদের পক্ষে চ্যালেঞ্জেরই।