নয়াদিল্লি: রবিবার, ১৯ নভেম্বর যখন ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) হয়ে বিশ্বকাপ জয়ের আশায় আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বল করছেন মহম্মদ শামি (Mohammed Shami), ঠিক তখনই অসুস্থ হয়ে পড়েন তাঁর মা। এক রিপোর্টে দাবি করা হয়, বিশ্বকাপ ফাইনালের রাতে উদ্বেগ এবং জ্বরে অসুস্থ হয়ে পড়েন ভারতের তারকা বোলারের মা।


হঠাৎই শরীর অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয় শামির মাকে। প্রাথমিক চিকিৎসার পর শামির মাকে আরও উন্নত মানের চিকিৎসার জন্য ভাল হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং তাঁর পরিস্থিতির উন্নতিও হয়। তিনি স্থিতিশীল হন। সেই সময় শামির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বুধবার, ২২ নভেম্বর নিজের সোশ্যাল মিডিয়ায় মাকে নিয়ে এক ছোট্ট কিন্তু আবেগঘন বার্তা পোস্ট করেন শামি। 


নিজের সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে নিজের ছবি পোস্ট করে শামি লেখেন, 'তুমি আমার কাছে অত্যন্ত প্রিয় মা। আশা করি তুমি দ্রুতই সুস্থ হয়ে উঠবে।' শামির জন্য ফাইনাল ম্যাচে গলা ফাটাতে বেশ তোড়জোড় করা হয়েছিল উত্তরপ্রদেশে তাঁর গ্রাম আমরোহাতে। ম্যাচের আগে গ্রামবাসীরা ভারতীয় দলের জয়ের জন্য প্রার্থনাও করেন। তবে বিশ্বকাপে বল হাতে আগুনে পারফরম্যান্সে সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হিসাবে টুর্নামেন্ট শেষ করলেও, শামি কিন্তু ভারতকে বিশ্বকাপ খেতাব জেতাতে পারেননি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ছয় উইকেটে হেরে রানার্স আপ হিসাবেই টুর্নামেন্ট শেষ করে ভারত।


সম্প্রতি এক সাক্ষাৎকারে শামি ২০১৫ সালের বিশ্বকাপের সময় চোট নিয়ে নিজের সংগ্রামের কথা তুলে ধরেন শামি। সম্প্রতি এক সাক্ষাৎকারে শামি বলেন, '২০১৫ বিশ্বকাপের আগে আমার হাঁটু ফুলে ছিল। অন্য কেউ হলে ওই ব্যথা নিয়ে খেলতে না হয়তো। তবে আমার ব্যথা সহ্য করার ক্ষমতা রয়েছে। আমায় দুইটি বিকল্প দেওয়া হয়েছিল, হয় তখনই আমায় অস্ত্রোপ্রচার করাতে হত নয়তো টুর্নামেন্ট খেলার পর। ম্যাচের পর প্রতিদিন গোটা দল হোটেলে ফিরলেও, আমি যেতাম হাসপাতালে, ইঞ্জেকশন নিতে। দেশের জন্য খেলার সময় বাকি সবকিছু তুচ্ছ হয়ে যায়।'


কথামতো বিশ্বকাপের পরেই শামি অস্ত্রোপ্রচার করান। তারকা ফাস্ট বোলারের অস্ত্রোপ্রচারের পর ডাক্তার নাকি তাঁকে প্রথমে বলেছিলেন তিনি না খুঁড়িয়ে হাঁটতে পারলেই অনেক। 'আমি (অস্ত্রোপ্রচারের) পর দুই ঘণ্টা অবচেতন ছিলাম। জ্ঞান ফেরার পর প্রথমেই ডাক্তারকে জিজ্ঞেস করি যে কবে থেকে আবার খেলা শুরু করতে পারব আমি। তাতে ডাক্তার বলেন না খুঁড়িয়ে হাঁটতে পারাটাই আমার জন্য অনেক বড় বিষয় হবে। খেলা তো দূরের কথা। সবটাই আমি কেমনভাবে রিহ্যাব সারছি, তার উপর নির্ভর করবে।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y


আরও পড়ুন: ভারতের হয়ে আর টি-টোয়েন্টি ক্রিকেট খেলবেন না রোহিত শর্মা?