বার্বাডোজ: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রায় এক মাস পরে ওয়েস্ট ইন্ডিজ বিরুদ্ধে (IND vs WI) তিন ফর্ম্যাটের সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্য়াবর্তন ঘটাতে চলেছে ভারতীয় পুরষ ক্রিকেট দল। সেই সিরিজের আগে ভারতীয় ক্রিকেটারদের একাংশ প্রস্তুতি শুরু করতে ক্যারিবিয়ান পৌঁছে গেলেন।
১২ জুলাই থেকে শুরু হবে ভারতএবং ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট। ডমিনিকায় প্রথম টেস্ট খেলা হবে, দ্বিতীয় টেস্ট শুরু ২০ জুলাই থেকে। সেই সিরিজের আগে কালই ক্যারিবিয়ান পৌঁছে গেলেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। বার্বাডোজ পৌঁছে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন ভারতীয় দলের তারকা অলরাউন্ডার জাডেজা। তাঁর পোস্ট করা ছবিতে শার্দুল ঠাকুর ও রবিচন্দ্রন অশ্বিনও ছিলেন। জাডেজা নিজের পোস্টের ক্যাপশনে লেখেন, 'বার্বাডোজে নামলাম'। ভারতীয় দল ক্যারিবিয়ান সফরে দুই টেস্টের পাশাপাশি তিনটি টেস্ট ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে।
সেই সিরিজের আগে অনুশীলন ক্যাম্পের জন্য খেলোয়াড়দের নামও ঘোষণা করে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ দলের ক্রিকেটাররা জিম্বাবোয়েতে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে ব্যস্ত। জেসন হোল্ডার, নিকোলাস পুরান, আলজারি জোসেফ, কাইল মেয়ার্সরা সকলেই রয়েছেন দলে। ৯ জুলাই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টেস্টে নির্বাচনের জন্য হোল্ডাররা উপলব্ধ থাকলেও, তাঁরা অনুশীলন ক্যাম্পে থাকবেন না।
প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজ অবশ্য বিশ্বকাপে খেলতে খেলবে না। স্কটল্যান্ডের বিরুদ্ধে হেরেই দুই বারের বিশ্বচ্যাম্পিয়নদের স্বপ্নভঙ্গ হল। যোগ্যতা অর্জনকারী পর্বের সুপার সিক্সে যেখানে তিনটি ম্যাচ জিততেই হতো ওয়েস্ট ইন্ডিজকে, সেখানে ক্রিকেটবিশ্বে সেভাবে কুলীন পরিচয় না পাওয়া স্কটল্যান্ডের (WI vs Scotland) কাছে ৭ উইকেটে হেরে বসল তারা। ফলে শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ের বিশ্বকাপের মূল পর্বে ওঠা কার্যত নিশ্চিত হয়ে গেল। ছিটকে গেলেন জেসন হোল্ডার-শিমরন হেটমায়াররা।
প্রথমে ব্য়াট করে ৪৩.৫ ওভারে মাত্র ১৮১ রানে শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ৪৩.৩ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় স্কটল্যান্ড। মাত্র ৩ উইকেট হারিয়ে। ম্যাথু ক্রস ৭৪ রানে অপরাজিত ছিলেন। ৬৯ রান করেন ব্রেন্ডন ম্যাকমালেন। এই দুইয়ের ইনিংসের সুবাদেই সহজেই জয় পায় স্কটল্য়ান্ড।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: বৃষ্টির দিনে ভিজতে দেবেন না আদরের পোষ্যকে, কীভাবে খেয়াল রাখবেন ওদের?