লন্ডন: ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টের (ENG vs AUS 2nd Test) চতুর্থ দিনের শেষে ম্যাচের রাশ সম্পূর্ণভাবে অস্ট্রেলিয়ার হাতে। সৌজন্যে অস্ট্রেলিয়ার দুই তারকা বোলার প্যাট কামিন্স (Pat Cummins) ও মিচেল স্টার্ক (Mitchell Starc)। সিরিজে সমতায় ফেরার জন্য ৩৭১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে দিনের শেষে ইংল্যান্ডের স্কোর চার উইকেটের বিনিময়ে ১১৪ রান। শেষদিনে জয়ের জন্য ইংল্যান্ডকে আরও ২৫৭ রান করতে হবে।


শুরুটা অস্ট্রেলিয়া কিন্তু দুরন্তভাবে করে। স্টিভ স্মিথ দিনের প্রথম বলেই চার মারেন। ইনিংসের দ্বিতীয় ওভারে তো জেমস অ্যান্ডারসনকে তিনটি চার মারেন। স্মিথ যেখানে আগ্রাসী ছন্দে ব্যাট করছিলেন, সেখানে উসমান খাওয়াজা খানিকটা মন্থর গতিতে ইনিংসকে এগিয়ে নিয়ে যান। তবে দুরন্ত ফর্মে থাকা খাওয়াজাকে ৭৭ রানে ফেরান স্টুয়ার্ট ব্রড। পরের ওভারেই জস টাঙের বলে ৩৪ রানে আউট হন স্মিথ। ট্র্যাভিস হেড এরপার সাত রানে সাজঘরে ফেরেন। ১০ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া।


৩০০-র অধিক লিড নিয়েই প্রথম সেশন শেষ করে অস্ট্রেলিয়া। চার উইকেটের বিনিময়ে ২২২ রানে দ্বিতীয় সেশন শুরু করলেও, টাঙ ও ব্রডের আগুনে বোলিংয়ে ২৭৯ রানেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস। পরপর দুই ওভারে ক্য়ামেরন গ্রিন (১৮) ও অ্যালেক্স ক্যারিকে (২১) ফেরান অলি রবিনসন। প্যাট কামিন্স (১১), জস হ্যাজেলউড (১) কেউই রান পাননি। শেষে চোট পাওয়া নাথান লায়ন কার্যত এক পা নিয়েই ব্যাট করতে নামেন। তিনি চার রানে আউট হন। স্টুয়ার্ট ব্রড চার উইকেট নেন। রবিনসন ও টঙ দুইটি উইকেট নেন।


ইংল্যান্ডের শুরুটা একেবারেই ভাল হয়নি। ১৩ রানে দুই উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। জ্যাক ক্রাউলি (৩) ও অলি পোপকে (৩) মিচেল স্টার্ক শুরুতেই সাজঘরে ফেরত পাঠান। এরপর কামিন্স জো রুট (১৮) ও হ্যারি ব্রুককে (৪) আউট করেন কামিন্স। মাত্র ৪৫ রানে উইকেট হারিয়ে কার্যত ধুঁকছিল ইংল্যান্ড। এই অবস্থায় ইংল্যান্ড ওপেনার বেন ডাকেট (Ben Duckett) ও ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস ইনিংসের হাল ধরেন। এই দুই তারকাই দিনের শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। ডাকেট ৫০ রানে অপরাজিত থাকেন। স্টোকসের সংগ্রহ ২৯ রান।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: বৃষ্টির দিনে ভিজতে দেবেন না আদরের পোষ্যকে, কীভাবে খেয়াল রাখবেন ওদের?