বেঙ্গালুরু: এশিয়া কাপের (Asia Cup 2023) কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আর মাত্র দিন দু'য়েকের অপেক্ষা। ৩০ সেপ্টেম্বর পাকিস্তান-নেপালের ম্যাচের মাধ্যমে শুরু হবে এবারের টুর্নামেন্ট। ভারতীয় দল (Indian Cricket Team) অবশ্য খানিকটা দেরি করে, ২ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে। তার আগে আপতত বেঙ্গালুরুতে জোরকদমে টিম ইন্ডিয়া নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে। সেখানেই জুটি বেঁধে টিম ইন্ডিয়ার ব্যাটারদের ব্যাটিং করতে দেখা গেল।


বেঙ্গালুরুতে বেশ কিছুদিন ধরে অনুশীলন চালাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। সেখানেই তাঁদের ফিটনেস পরীক্ষাও নেওয়া হয়েছে। এবার সদ্য ভাইরাল হওয়া একাধিক ভিডিও, ছবিতে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের ব্যাটিং করতে দেখা গেল। ভাইরাল ভিডিওতে দলের দুই ওপেনার শুভমন গিল ও রোহিত শর্মাকে একসঙ্গে ব্যাট করতে দেখা যায়। তারপরেই ক্রিজে নামেন বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ার। আবার কোহলিকে রবীন্দ্র জাডেজার সঙ্গেও ব্যাট করতে দেখা যায়। দুই তারকা স্পিনারদের বিরুদ্ধে ব্যাটিং অনুশীলন সারেন। সম্ভবত অনুশীলনে ম্যাচ পরিস্থিতি তৈরি করে সেই অনুযায়ীই ব্যাটিং অনুশীলন সারছিলেন টিম ইন্ডিয়ার তারকারা।


 



 


দীর্ঘদিন পরে চোট সারিয়ে মাঠে ফেরা শ্রেয়স আইয়ারও বেশ খানিকটা সময় ব্যাটিং করেন। সম্প্রতি শ্রেয়সের একটি ভিডিও বিসিসিআইয়ের তরফে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয় যেখানে তাঁকে নিজের দীর্ঘমেয়াদি চোটের বিষয়ে কথা বলতে দেখা যায়। দলে ফিরে উচ্ছ্সিত শ্রেয়সকে বলথে শোনা যায়, 'খুব ভাল লাগছে জাতীয় দলে ফিরতে পেরে। দলের সতীর্থদের সঙ্গে আড্ডা মারছি। সবার হাসিমুখগুলো দেখতে পারছি আবার।'


 






তবে শ্রেয়স ফিরলেও, আরেক তারকা মিডল অর্ডার ব্যাটার কেএল রাহুলের ফিটনেস নিয়ে এখনও কিন্তু ভারতীয় সমর্থকদের মধ্যে উদ্বেগ রয়েছে। এশিয়া কাপ দল ঘোষণার সঙ্গে সঙ্গেই নির্বাচকপ্রধান অজিত আগরকর জানিয়েছিলেন যে রাহুলের আগের চোট সেরে গেলেও, তাঁর নতুন চোট রয়েছে। যদিও সেই নিয়ে খুব বেশি চিন্তার কারণ নেই। অবশ্য রিপোর্ট অনুযায়ী রাহলকেও নেটে কোনওরকম ব্যথা বেদনা ছাড়া ব্যাটিং করতে দেখা গিয়েছে।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: ২২ গজে লাল কার্ড! মাঠের বাইরে যেতে বাধ্য হলেন সুনীল নারইন