বার্বাডোজ: সপ্তাহান্তে বিশ্বজয় করেছে ভারত (Indian Cricket Team)। ১১ বছরের আইসিসি ট্রফির খরা কাটিয়ে রোহতিরা জিতেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024)। তবে তারপর থেকে সেই বার্বাডোজেই আটকে টিম ইন্ডিয়া। হারিকেন বেরিলের (Hurricane Beryl) জেরে এখনও দেশে ফেরা হয়নি। কবে ফেরা সম্ভব হবে, সেই বিষয়ে এখনও কোনও নিশ্চয়তা নেই। এবার এই নিয়ে মুখ খুললেন বোর্ড সচিব জয় শাহ (Jay Shah)।


সোমবারই বার্বাডোজ থেকে চাটার্ড বিমানে করে টিম ইন্ডিয়ার ভারতের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু বেরিলের জেরে তা সম্ভব হয়নি। বার্বাডোজ বিমানবন্দরই বন্ধ করে দেওয়া হয়েছে। তবে দলকে দ্রুত দেশে ফেরাতে তৎপর বিসিসিআই। গোটা দলের মতো বিশ্বকাপ ফাইনালে উপস্থিত থাকায় জয় শাহও বার্বাডোজে আটকে রয়েছেন। বর্তমান পরিস্থিতি নিয়ে বোর্ড সচিব বলেন, 'বাকি সকলের মতো আমরাও তো এখানে আটকে রয়েছি। সবার প্রথমে আমাদের আগে কীভাবে ক্রিকেটার এবং বাকি সকলকে এখানে থেকে নিরাপদভাবে বের করা যায় সেই বিষয়টা নিয়ে ভাবতে হবে। তারপর ভারতে নামলে কীভাবে জয় উদযাপন করব, সেই বিষয়টা নিয়ে না হয় ভাবা যাবে।'  


এই বিষয়ে অবগত এক বিসিসিআই আধিকারিক জানান যে ভারতীয় বোর্ড নিরন্তর চেষ্টায় রয়েছে। দলকে যাতে দ্রুত দেশে ফেরানো যায়, সেই বিষয়েও তৎপর তারা। তিনি বলেন, 'সোমবার এক চার্টাড বিমানে করে আমাদের ভারতে ফেরার কথা ছিল, কিন্তু বিমানবন্দর বন্ধ থাকায় তা আর সম্ভবপর হয়নি। আমরা বিভিন্ন চার্টাড অপারেটরদের সঙ্গে যোগাযোগ রাখছি। তবে সবটাই বিমানবন্দর কর্তৃপক্ষের ওপর নির্ভরশীল। বর্তমানে যা পরিস্থতি তাতে কোনও বিমান এখানে নামতে বা এখান থেকে উড়তে পারবে না। আমাদের পরিকল্পনা রয়েছে এখান থেকে সরাসরি ভারতের উদ্দেশে রওনা দেব। মাঝে যুক্তরাষ্ট্র বা ইউরোপের কোথাও একটা থামব। আমরা বিমানবন্দর আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখছি।'


আজ পরিস্থিতি বদল হতে পারে বলে আশাবাদী সেই আধিকারিক। 'মঙ্গলবার বিকেল পর্যন্ত বিমানবন্দর বন্ধ থাকার কথা। যদি তার আগেই আবহওয়া অবিশ্বাস্যভাবে অনেকটা উন্নত হয়, তাহলে হয়তো আগে খুললেও খুলতে পারে। দমকা হাওয়ার দাপট কমলে তবেই বিমান পরিষেবা চালু করা সম্ভব। পরিবেশের সঙ্গে তো আর লড়াই করা চলে না। তাই আপাতত আমাদের অপেক্ষাই করতে হবে।' জানান তিনি।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: আগে দেশভক্ত হও, তরুণ ক্রিকেটারকে চাঁচাছোলা আক্রমণ বিশ্বকাপজয়ী পেসারের