হায়দরাবাদ: ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক তিনি। সদ্যই তাঁর নেতৃত্বে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া। সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) বর্তমান বিশ্বের সবথেকে প্রতিভাবান ক্রিকেটারদের মধ্যে অন্যতম হিসাবে গণ্য করা হয়। একাধিকবার আইপিএল জয় থেকে অধিনায়ক হিসাবে এশিয়া কাপ জয়, সূর্য ক্রিকেটার হিসাবে নিজের কেরিয়ারে প্রচুর সাফল্য অর্জন করেছেন। তবে তা সত্ত্বেও, তাঁর কেরিয়ারে একটি আফসোস রয়ে গিয়েছে। কী সেই আফসোস?
সূর্যকুমার জানান তাঁর জীবনের বড় আফসোস তিনি কোনওদিন কিংবদন্তি ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) নেতৃত্বে খেলতে পারেননি। তিনি বলেন, 'ওঁ (ধোনি) যখন ভারতীয় দলের অধিনায়ক ছিল, তখন আমি দলে সুযোগ পাওয়ার জন্য় মরিয়া ছিলাম। তবে কোনদিন সেই সুযোগ আসেনি। ওঁর বিপক্ষে খেলার সময় বহুবার ওঁকে উইকেটের পিছন থেকে সবটা সামলাতে দেখেছি। ওঁ সবসময় শান্ত থাকে। ওঁর বিপক্ষে খেলার সময় একটা জিনিস যেটা আমি ওঁর থেকে রপ্ত করার চেষ্টা করেছি, সেটা হল যে কোনও পরিস্থিতিতেই শান্ত থাকা। ওঁ ম্যাচটায় কী হচ্ছে বোঝার চেষ্টা করেন, সবটা পর্যবেক্ষণ করেন এবং তারপরেই সিদ্ধান্ত নেন।'
সূর্যকুমার বিরাট কোহলির (Virat Kohli) অধিনায়কত্বে ভারতীয় দলে নিজের অভিষেক ঘটান। কোহলিকে কিন্তু বেশ কড়া অধিনায়ক বলেই মনে করেন সূর্য। 'আমার যতদূর মনে পড়ে, আমি বিরাট ভাইয়ের অধিনায়কত্বে নিজের অভিষেক ঘটিয়েছিলাম। আমার মতে বিরাট ভাই কিন্তু ভীষণ কড়া। ওঁ সবসময় তোমায় নিজের পরিসর বাড়ানোর জন্য চেষ্টা করতে বলেন এবং তোমার মধ্য়ে থেকে সেরাটা বের করে আনেন। সব ক্যাপ্টেনই তাঁর খেলোয়াড়দের থেকে সেরাটা চায়, তবে ওঁ মাঠ হোক বা মাঠের বাইরে, সবসময় এনার্জিতে ভরপুর থাকেন। ওঁ বাকিদের থেকে একটু ভিন্ন।' বলেন তিনি।
রোহিত শর্মার (Rohit Sharma) অধিনায়কত্বে জাতীয় দল তো বটেই, মুম্বই ইন্ডিয়ান্সের হয়েও বহুদিন আইপিএল খেলেছেন সূর্যকুমার। সদ্য প্রাক্তন ভারতীয় অধিনায়কের নেতৃত্ব প্রসঙ্গে সূর্যর দাবি, 'রোহিত ভাইয়ের অধীনে আমি ভারতীয় দল এবং আইপিএলে প্রচুর ক্রিকেট খেলেছি। ওঁ সকলকে নিজের আশেপাশে স্বচ্ছন্দবোধ করায়। সকল তরুণদের জন্য ওঁ একজন অনুপ্রেরণা। সবার জন্য সবসময় ওঁর ঘরের দরজা খোলা থাকে। এই বিষয়টা অন্যান্য অধিনায়কের পাশাপাশি ওঁর কাছ থেকে সবথেকে ভালভাবে শিখেছি আমি।'