নয়াদিল্লি: বর্তমানে রমরমিয়ে চলছে আইপিএলের আসর। এই টুর্নামেন্ট শেষ হতে না হতেই শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মহারণ। ২ জুন থেকে শুরু হতে চলেছে বিশ্বকাপ (T20 World Cup 2024)। ভারতীয় দল (Indian Cricket Team) ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। সেই বিশ্বকাপে ভারতীয় দলের জার্সি এবার সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে গেল।


বিশ্বকাপের জন্য় সবদেশগুলিই নিজেদের দল ঘোষণা করে দিয়েছে। ভারতীয় দলেরও ১৫ জনের প্রাথমিকদল এবং চারজনের রিজার্ভ ক্রিকেটারের নাম ঘোষণা করে দেওয়া হয়েছে। তবে মেগা টুর্নামেন্টে ভারতীয় দল কোন জার্সি পরে মাঠে নামবে, সেটা এখনও সরকারিভাবে প্রকাশ্যে আসেনি। তবে এবার সোশ্যাল মিডিয়ায় ভারতের বিশ্বকাপের সম্ভাব্য জার্সি ফাঁস হয়ে গেল। সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেরানো সেই জার্সির হাতল গেরুয়া কলারে তেরঙ্গা রং দেখা যাচ্ছে। আর জার্সির প্রাথমিক রং নীলের মধ্যে কিছু নকশা করা। নেটিজেনরা এই জার্সি দেখে নিজেদের প্রতিক্রিয়াও ব্যক্ত করেছেন।


 



 



 






প্রসঙ্গত, গত বছর ঘরের মাঠে বিশ্বকাপের ফাইনালে পৌঁছেও খালি হাতেই রোহিত, কোহলিদের মাঠ ছাড়তে হয়েছিল। ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে একাধিক টুর্নামেন্টের ফাইনাল, সেমিফাইনালে গিয়ে ভারতের হৃদয়ভঙ্গ হয়েছে। আইসিসি ট্রফি জয়ের খরা বাড়তে বাড়তে ১১ বছর কেটে গিয়েছে। এবার সেই খরা কাটানোর লক্ষ্যে ফের একবার মাঠে নামবেন রোহিতরা। যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে যুগ্মভাবে আয়োজিত এই টুর্নামেন্টে টিম ইন্ডিয়ার এক দশকেরও অধিক সময়ের অপেক্ষা মেটে কি না সেটাই দেখার অপেক্ষা।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: প্লে-অফের অবশিষ্ট আশা জিইয়ে রাখার চ্যালেঞ্জ MI-র সামনে, হার্দিকরা কি SRH-কে হারাতে পারবেন?