নিউ ইয়র্ক: রমরমিয়ে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) আসর। ভারতীয় দল (Indian Cricket Team) নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে সুপার এইটে নিজেদের জায়গা পাকা করার দিকে এক পা বাড়িয়েই রেখেছে। তবে বিশ্বকাপে অনুশীলনের মাঠ থেকে হোটেল পরিষেবা নিয়ে ভারতীয় দলের মধ্যে অসন্তোষ অব্যাহত।


এর আগে ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় অনুশীলনের মাঠ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। এবার শোনা যাচ্ছে ভারতীয় দল নিজেদের ফিটনেস নিয়েও চরম বিপাকে পড়েছে। দলের হোটেলে যে কসরত করার জন্য জিম পরিষেবা দেওয়া হচ্ছে, তা বিন্দুমাত্র সন্তুষ্ট নন রোহিত, বিরাটরা। এর জেরে বাধ্য হয়েই রোহিতদের বাধ্য হয়েই টিম হোটেলের সামনেই এক জিমের মেম্বারশিপ পর্যন্ত কিনতে হয়েছে। অন্তত খবরে এমনটাই শোনা যাচ্ছে। তাড়াহুড়োতে সবকিছু বন্দোবস্ত করা হয়েছে। সেই কারণেই সব স্থানেই খানিক ত্রুটি রয়ে গিয়েছে।


নিউ ইয়র্কের ক্যান্টিয়েগ পার্কে টিম ইন্ডিয়ার অনুশীলনের বন্দোবস্ত করা হয়েছে। ভারতীয় দলের তরফে অনুশীলনের সুযোগ সুবিধা নিয়ে হতাশা আগেই প্রকাশ করা হয়েছিল। ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ের মুখেও অনুশীলন পরিষেবা খানিক অসন্তোষই ধরা পড়ে। মুচকি হাসি দিয়ে দ্রাবিড় রিপোর্টারদের বিশ্বকাপ শুরুর আগেই এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন, 'একটি পার্কে অনুশীলন করার বিষয়টা বেশ অদ্ভুতই। বিশ্বকাপে তো বড় বড় স্টেডিয়ামেই খেলাগুলি আয়োজিত হয় বা প্রথাগতভাবে স্টেডিয়ামগুলি অন্তত ক্রিকেট স্টেডিয়াম হয়। তবে আমরা তো পাবলিক পার্কে অনুশীলন করছি।'


তবে এসব সত্ত্বেও, টিম ইন্ডিয়ার পারফরম্যান্সে এখনও পর্যন্ত অন্তত কোনও প্রভাব পড়েনি। বুধবারের ম্যাচ জিতলেই ভারতের বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে যাওয়া পাকা। বর্তমানে গ্রুপ 'এ'-তে ভারতীয় দল এক ও যুক্তরাষ্ট্র দুইয়ে রয়েছে। উভয় দলের দখলেই দুই ম্যাচ পরে চার পয়েন্ট রয়েছে। তাই শুধু ভারত নয়, যুক্তরাষ্ট্রের কাছেও কিন্তু এই ম্যাচেই বিশের বিশ্বকাপের সুপার এইটে পৌঁছে যেতে পারে। এই ম্যাচটা কিন্তু অনেকের মতে আবার ভারত বনাম ভারত। কারণ যুক্তরাষ্ট্রের দলের অধিনায়ক থেকে দলের তারকা ফাস্ট বোলার, একগুচ্ছ ক্রিকেটারই ভারতীয় বংশোদ্ভূত। যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাঙ্ক একসময় গুজরাতের হয়ে খেলেছেন। ফাস্ট বোলার সৌরভ ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের হয়ে কেএল রাহুল, হর্ষল পটেলদের সঙ্গে খেলেছেন। হরমীতও মুম্বইয়ের ক্রিকেট মহলের পরিচিত মুখ। রোহিতের কোচের কাছে তালিম নিয়েছেন তিনি। ম্যাচ শেষে কে জয়ের হাসি হাসে, সেটা দেখার বিষয় হতে চলেছে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মাঠে নামার আগে বিশেষ অনুশীলন ভারতের, ফিল্ডিংয়েও নজর কাড়লেন কোহলি