মুম্বই: বিশ্বের সবথেকে জনপ্রিয় ক্রিকেট দলের প্রসঙ্গ উঠলে, ভারতীয় দলের (Indian Cricket Team) নাম অবশ্যই একেবারে উপরের দিকে আসবে। বিশ্বের সবথেকে ধনী ক্রিকেট বোর্ড হিসাবেও খ্য়াত ভারতীয় বোর্ড বিসিসিআই (BCCI)। বিরাট কোহলি (Virat Kohli) , রোহিত শর্মাদের (Rohit Sharma) প্রভাব, প্রতিপত্তি রীতিমতো ঈর্ষণীয়। কিন্তু চুক্তি থেকে বেতন হিসাবে ভারতীয় দলে খেলার জন্য বার্ষিক কত টাকা করে পান ভারতীয় ক্রিকেটাররা?
ভারতীয় বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটারদের চারটি বিভাগে ভাগ করা হয়। 'এ+', 'এ', 'বি' এবং 'সি'। প্রতিটি বিভাগেই ক্রিকেটারদের পারফরম্যান্স অনুযায়ী তাঁদের ভাগ করা হয় এবং প্রতিটি বিভাগের আয়ও ভিন্ন। বিসিসিিআইয়ের বার্ষিক চুক্তিতে নির্বাচিত হওয়ার জন্য কোনও ক্রিকেটারকে অনন্ত তিনটি টেস্ট, আটটি ওয়ান ডে ম্যাচ বা ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে হয়। তারপরেই বার্ষিক চুক্তির জন্য কোয়ালিফাই করেন ক্রিকেটাররা।
বিরাট কোহলি, যশপ্রীত বুমরাদের মতো একেবারে শীর্ষ স্তরের ক্রিকেটাররা যারা সব ফর্ম্যাটে খেলেন, তাঁরা বার্ষিক চুক্তির জন্য সাত কোটি বেতন পেয়ে থাকেন। গ্রেড 'এ'-তে থাকা ক্রিকেটাররা পাঁচ কোটি , 'বি'-র ক্রিকেটাররা তিন কোটি এবং 'সি'-র ক্রিকেটাররা এক কোটি টাকা বেতন পান।
কোহলি, রোহিত অবশ্য় এখন আর সব ফর্ম্যাটের ক্রিকেটার নন। তাই প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল যে তাঁরা আর একেবারে শীর্ষ স্তরে নাও থাকতে পারেন। তবে ভারতীয় দলে তাঁদের অবদানের কথা মাথায় রেখে, বিরাটদের সম্মান জানাতে বিসিসিআই তাঁদের একই গ্রেডে বহাল রাখার সিদ্ধান্ত নিতে চলেছে বলেই খবর। এবারের চুক্তিতে তিন নতুন মুখেরও আগমন ঘটতে পারে বলে আশা করা হচ্ছে। তাঁরা হলেন বরুণ চক্রবর্তী, অভিষেক শর্মা ও নীতীশ রেড্ডি।
নীতীশ বর্ডার-গাওস্কর ট্রফিতে দুরন্ত সেঞ্চুরি করেছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নয়টি উইকেট নিয়েছিলেন বরুণ। দলের জয়ের তাঁর অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সানরাইজার্স ওপেনার তো স্বপ্নের ফর্মে। অভিষক ১২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দু'শোর বেশি স্ট্রাইক রেটে ৪১১ রান করেছেন। নিজেদের এই পারফরম্যান্সের সুফল পেতে চলেছেন তাঁরা।
অপরদিকে, বার্ষিক চুক্তি থেকে বাদ পড়া শ্রেয়স আইয়ারও স্বপ্নের ফর্মে। তিনি বেশ খানিকটা সময় পর আবার বার্ষিক চুক্তির আওতায় ফিরবেন বলেই খবর। তবে ঈশান কিষাণের ক্ষেত্রে এমনটা হবে কি না, সেই বিষয়ে কিছুই এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। দিনকয়েকের মধ্যেই বিসিসিআইয়ের বৈঠকের পর বার্ষিক চুক্তির কথাও ঘোষণা করে দেওয়া হবে। ততদিন অপেক্ষা করতেই হবে।