কলকাতা: একমাত্র কন্যাসন্তান বরাবরই তাঁর প্রাণের প্রিয়। কিন্তু স্ত্রীর সঙ্গে চলছে বিবাহ বিচ্ছেদের মামলা। মেয়ে এখন থাকে তার মায়ের সঙ্গেই। তাই চাইলেও মেয়েকে জড়িয়ে ধরতে পারেন না মহম্মদ শামি (Nohammed Shami)।


কলকাতায় এসে অবশ্য মেয়ের সঙ্গে সাক্ষাৎ হল ভারতীয় (Indian Cricket Team) দলের তারকা ক্রিকেটারের। বহুদিন পর মেয়ে আইরাকে কাছে পেয়ে আবেগে ভাসলেন মহম্মদ শামি।


গত বছর দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলে উঠে আসা ডানহাতি পেসার। শামি-বুমরা জুটি ওয়ান ডে বিশ্বকাপে বিশ্বের তাবড় ব্যাটারদের কাছে আতঙ্ক হয়ে উঠেছিলেন। তবে ১৯ নভেম্বর আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালই ছিল শামির খেলা শেষ ম্যাচ। তারপর থেকেই গোড়ালির চোটে জর্জরিত তিনি। করাতে হয়েছে অস্ত্রোপচার। টি-২০ বিশ্বকাপেও যে কারণে খেলতে পারেননি ওয়াসিম আক্রমের পর বিশ্বক্রিকেটের নতুন সুলতান অফ স্যুইং।


তবে মাঠে ফেরার প্রস্তুতি শুরু করে দিয়েছেন শামি। অস্ত্রোপচারের পর এখন অনেকটাই সুস্থ তিনি। জোরকদমে চলছে রিহ্যাবিলিটেশন। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে বোলিংও শুরু করেছেন। তবে পুরো রান আপ নিয়ে নয়। আপাতত কয়েক পা দৌড়ে বোলিং করছেন। ধীরে ধীরে ছন্দ ফিরে পাচ্ছেন শামি।


তারই মাঝে ঝটিতি সফরে কলকাতায় ঘুরে গেলেন জাতীয় দলের তারকা পেসার। রোহিত শর্মা-বিরাট কোহলির সতীর্থকে বিশেষ সম্মান দিল ইস্টবেঙ্গল ক্লাব। ইস্টবেঙ্গল দিবসে তাঁকে 'প্রাইড অফ বেঙ্গল' স্বীকৃতি দিল লাল-হলুদ শিবির। সেই সম্মান নিতেই বহুদিন পর কলকাতায় এসেছিলেন শামি। আর সেই সফরেই শামির কাছে বিরাট প্রাপ্তি হয়ে রইল মেয়ে আইরার সঙ্গে সাক্ষাৎ।


শামি ও তাঁর স্ত্রী হাসিন জাহানের একমাত্র কন্যা আইরা। ভালবেসে যাকে বেবো নামে ডাকেন শামি। মেয়ে বরাবরই ভীষণ কাছের।সেবার ইডেনে টেস্ট ম্যাচ চলছে ভারতের। এদিকে মেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। কাতর শামি মাঠ থেকে রোজ নিয়ম করে চলে যেতেন হাসপাতালে। সারারাত মেয়ের পাশে থাকতেন। পরের দিন সকালে হাসপাতাল থেকে মাঠে এসে বল হাতে আগুন ঝরাতেন। যে কাহিনি ভারতীয় ক্রিকেটে রূপকথা হয়ে রয়েছে।


তবে স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ-সহ একাধিক মামলা মোকদ্দমা চলায় মেয়েকে আর কাছে পান না শামি। আইরা থাকে হাসিনের সঙ্গে, শামির কলকাতার বাড়িতে। শামি থাকেন উত্তর প্রদেশের আমরোহায় নিজের ফার্মহাউসে। কয়েকদিন আগেই আইরার জন্মদিন গেল। শামি সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছিলেন। তবে কলকাতায় এসে সশরীরে মেয়ের দেখা পেলেন।


খোঁজ নিয়ে জানা গেল, মেয়েকে কাছে পেয়ে যারপরনাই খুশি হয়েছেন ভারতের তারকা ক্রিকেটার। মেয়ের সঙ্গে বাইরে খাওয়াদাওয়া সেরেছেন। আইরার পছন্দের ডিশ অর্ডার করেছিলেন। মেয়েকে উপহারও দিয়েছেন শামি। বেশ কয়েক ঘণ্টা সময় মেয়েকে কাছে পেয়ে স্বাভাবিকভাবেই আবেগতাড়িত ভারতীয় ক্রিকেটার।


বল হাতে তিনি ফের কবে মাঠে নেমে দৌড় শুরু করেন, অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। তবে তার আগে বাবা শামির প্রাপ্তিতে খুশি অসংখ্য ভক্ত-অনুরাগী।


আরও পড়ুন: অলিম্পিক্স কোয়ার্টার ফাইনালের শেষে মাঠেই হাতাহাতি আর্জেন্তিনা ও ফ্রান্সের ফুটবলারদের


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।