নয়াদিল্লি: ঋষভ পন্থকে বল করছেন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে হইচই ফেলা হর্ষিত রানা। কিংবা ইশান্ত শর্মা  বল করছেন যশ ধুল বা আয়ুষ বাদোনিকে।


এমনই ছবি দেখা যেতে চলেছে রাজধানীর বুকে। শুরু হতে চলেছে দিল্লি প্রিমিয়ার লিগ (Delhi Premier League)। যে টি-২০ টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে দিল্লির কিংবদন্তি ক্রিকেটার বীরেন্দ্র সহবাগকে। শুক্রবার ক্রিকেটারদের ড্রাফটিংও হয়ে গেল। যে ড্রাফটিংয়ে আকর্ষণের কেন্দ্রে ছিলেন পন্থ, ইশান্ত বা সদ্য জাতীয় দলে জায়গা করে নেওয়া হর্ষিত রানারা।


তামিলনাড়ু প্রিমিয়ার লিগ বেশ জনপ্রিয়। পরে উত্তর প্রদেশ থেকে শুরু করে একাধিক রাজ্য ক্রিকেট সংস্থাও নিজেদের টি-২০ টুর্নামেন্ট শুরু করেছে। আইপিএলের ধাঁচে ফ্র্যাঞ্চাইজি নির্ভর বেঙ্গল প্রো টি-২০ শুরু করেছে বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি। এবার সেই পথে হাঁটল দিল্লি ও ডিস্ট্রিক্ট ক্রিকেট সংস্থা (DDCA)।


দিল্লি প্রিমিয়ার লিগে পুরানি দিল্লি সিক্স দলের হয়ে খেলবেন পন্থ। সেই দলে খেলতে দেখা যাবে ইশান্ত শর্মাকেও। নর্থ দিল্লি স্ট্রাইকার্স ড্রাফটিং থেকে তুলে নিয়েছে হর্ষিত রানাকে। যশ ধুলকে নিয়েছে সেন্ট্রাল দিল্লি কিংস। দিল্লির ২৭০ জন ক্রিকেটার নিয়ে হয়েছে ড্রাফটিং। যে ক্রিকেটারদের মধ্যে রয়েছেন জাতীয় দলে, আইপিএলে ও অনূর্ধ্ব ১৯ পর্যায়ে ভারতের প্রতিনিধিত্ব করা এক ঝাঁক ক্রিকেটার।


পন্থ, ইশান্তকে তুলে নিয়ে শক্তিশালী দল গড়েছে পুরানি দিল্লি সিক্স। পাশাপাশি অলরাউন্ডার ললিত যাদব ও শিবম শর্মাকেও নিয়েছে তারা।


ওয়েস্ট দিল্লি লায়ন্স দলে নিয়েছে নভদীপ সাইনি, মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে খেলা হৃতিক শোকিনকে। 


নর্থ দিল্লি স্ট্রাইকার্স হর্ষিত ছাড়াও নিয়েছে কেকেআরের বিস্ময় স্পিনার সূয়স শর্মাকে। 


যশ ধুলের পাশাপাশি সেন্ট্রাল দিল্লি কিংস নিয়েছে প্রিন্স চৌধুরী, হিতেন দালাল, জন্টি সিধুদের। ইস্ট দিল্লি রাইডার্স নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে নজর কাড়া অনুজ রাওয়াতকে। 


সাউথ দিল্লি সুপারস্টার্স নিয়েছে আয়ুষ বাদোনি, বাঁহাতি পেসার কুলদীপ যাদবদের। ১৭ অগাস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত হবে দিল্লি প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণ। সব ম্যাচই হবে অরুণ জেটলি স্টেডিয়ামে। মোট ৪০টি ম্যাচ হবে। ৩৩টি পুরুষদের, ৭টি মহিলাদের দলের।


আরও পড়ুন: অলিম্পিক্স কোয়ার্টার ফাইনালের শেষে মাঠেই হাতাহাতি আর্জেন্তিনা ও ফ্রান্সের ফুটবলারদের


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।