নয়াদিল্লি: ভারতীয় দলের (Indian Cricket Team) তারকা ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant) গত বছরের একেবারে শেষের দিকে, ৩০ ডিসেম্বর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন। তারপর থেকে এখনও পর্যন্ত অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন পন্থ। তবে তাঁর মাঠে প্রত্যাবর্তন ঘটানোর জন্য এখনও খানিকটা সময় বাকি রয়েছে। এরই মাঝে নিজের ইনস্টাগ্রাম বায়ো বদলে ফেললেন তারকা ক্রিকেটার।


২৫ বছর বয়সি পন্থ নিজের ইনস্টাগ্রাম বায়ো এডিট করে তাতে নিজের দ্বিতীয় জন্মদিন যোগ করেছেন। এই বছরের ৫ জানুয়ারিকে নিজের দ্বিতীয় জন্মদিন হিসাবেই লিখেছেন পন্থ। চোট পাওয়ার পর একাধিকবার অস্ত্রোপ্রচার হয়েছে পন্থের। তিনি বর্তমানে কারুর সাহায্য ছাড়াই নিজের পায়ে বর দিয়ে হাঁটাও শুরু করেছেন। সামনেই বিশ্বকাপ, দ্রুত সুস্থ হয়ে পন্থকে তাই সেই মেগা টুর্নামেন্টের আগে সারিয়ে তোলা যায় নাকি, সেই বিষয়ে বিসিসিআই ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে বলেই খবর।


তবে বর্তমানে পন্থ বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নিজের রিহ্যাব চালাচ্ছেন। সেখানেই ভারতীয় দলের একগুচ্ছ তারকা রয়েছেন। কেএল রাহুলরা, যুজবেন্দ্র চাহালরাও চোট সারাতে অনুশীলন করছেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। সেখানেই তাঁদের সঙ্গে সম্প্রতি একটি ছবিও শেয়ার করেন। সেই ছবিতে দেখা যাচ্ছে পন্থ ছাড়াও শার্দুল ঠাকুর, কে এল রাহুল, যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) ও মহম্মদ সিরাজকে (Mohammad Siraj)। ছবির ক্যাপশনে পন্থ লিখেছেন, 'এই সতীর্থদের সঙ্গে রি-ইউনিয়ন সবসময় মজাদার।'











জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেই যশপ্রীত বুমরাও রিহ্যাব চালাচ্ছেন। গত সেপ্টেম্বর থেকে চোটের কারণে জাতীয় দলের বাইরে রয়েছেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। পিঠের চোট সারিয়ে তুলতে নিউজিল্যান্ডে অস্ত্রোপ্রচারও করিয়েছেন ভারতের তারকা ক্রিকেটার। বর্তমানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) নিজের রিহ্য়াব সারছেন তিনি। জাতীয় দলে বুমরার প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছেন ভারতীয় সমর্থকরা। ফের কবে বুমরাকে ভারতীয় দলের হয়ে খেলতে দেখা যাবে?


শোনা যাচ্ছিল অগাস্টেই আসন্ন আয়ারল্যান্ড সিরিজেই ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে ফের একবার বুমরাকে খেলতে দেখা যাবে। রিপোর্ট অনুযায়ী তিনি না কি বর্তমানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে প্রত্যহ সাত ওভার করে বলও করছেন। বল করতে গিয়ে আপাতত তাঁর কোনওরকম সমস্যাই হচ্ছে না বলেই খবর। তবে এখনও তাঁর জাতীয় দলে ফেরার কোনও দিনক্ষণ ঠিক করা সম্ভব নয় বলেই জানানো হয়েছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: চুলের দ্রুত বৃদ্ধির জন্য নিয়ম করে মেনুতে রাখুন ভিটামিন বি সমৃদ্ধ খাবার, কী কী খেতে পারেন?