মুম্বই: ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক রান করে এসেছেন। জাতীয় দলের জার্সিতে টেস্টে শতরানও রয়েছে ঝুলিতে। কিন্তু এতকিছুর পরও গত এক দেড় বছরে বারবার জাতীয় দলে ব্রাত্যই থাকতে হয়েছে। মুম্বইয়ের জার্সিতে চলতি রঞ্জিতেও খেলছেন। একদিকে শুভমন গিলের নেতৃত্বে ভারতীয় দল ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে ব্যস্ত কলকাতায়, তখন সরফরাজ ঘরোয়া ক্রিকেট খেলছেন। জাতীয় দল থেকে বাদ পড়া, জাতীয় দলে ব্রাত্য থাকা নিয়ে আর ভাবছেন না সরফরাজ। নিজেই জানালেন সে কথা।
এক সাক্ষাৎকারে ওয়াংখেড়ে স্টেডিয়াম থেকে সরফরাজ বলেন, ''প্রত্যেক ম্য়াচে রান করা কোনওভাবেই সম্ভব নয়। কখন কখনও এমন সময়ও যায় যে ছন্দে খাকলেও, রানের মধ্যে থাকলেও নিজের উইকেট হারাতে হয়। দলের প্রত্যেকে রান করছে। ভাল খেলছে। উইকেট পাচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা রঞ্জি জিতেছি।''
জাতীয় দলে ব্রাত্য থাকা নিয়ে কী কোনও ক্ষোভ এখনও রয়েছে? সরফরাজ বলছেন, ''আমি একেবারেই বিরক্ত নই আর। আমি নিজের রেকর্ডবুক দেখেছি। প্রচুর রানও করেছি। চারবারের মধ্যে মরশুমে একবার হাজার রান মানুষ উপভোগ করে। গত চার-পাঁচ বছরে আমি প্রচুর রান করেছি। কয়েকটি ম্য়াচে প্রচুর রান করিনি মানে কিছুই পরিবর্তন হয়নি।''
চলতি রঞ্জি মরশুমে ৬ ইনিংসে খেলে ১১১ রান করেছেন সরফরাজ। ২২.২২ গড়ে রান করছেন। এখনও পর্যন্ত চলতি মরশুমে একটি অর্ধশতরানও হাঁকাতে পারেননি। তবে সরফরাজ এর মধ্যে কোনও ভুল দেখছেন না।
সরফরাজ খান ভারতীয় এ দলেও সুযোগ না পাওয়ায় জোরাল প্রশ্ন তুলছে বিরোধী রাজনৈতিক দলগুলি। কংগ্রেসের মুখপাত্র শামা মহম্মদ তো সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্টই করে ফেলেছেন। জানতে চেয়েছেন, পদবির জন্যই কি উপেক্ষিত হলেন সরফরাজ খান? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত এ দলে জায়গা পাননি সরফরাজ। তার পরেই এই প্রশ্নটি তুলেছেন কংগ্রেস মুখপাত্র শামা মহম্মদ। এক্স হ্যান্ডলে এই সংক্রান্ত একটি পোস্ট লিখে #justasking হ্যাশ ট্যাগও দিয়েছেন তিনি। এই ঘটনায় তিনি গৌতম গম্ভীরের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। ইঙ্গিত করেছেন, গম্ভীর ভারতীয় দলের কোচের দায়িত্ব পালন করা ছাড়াও প্রাক্তন বিজেপি সাংসদও।
ভারত এ এবং দক্ষিণ আফ্রিকা এ-র মধ্যে দুটি ম্যাচের জন্য বিসিসিআই দল ঘোষণা করার সঙ্গে সঙ্গেই পক্ষপাতিত্বের অভিযোগ উঠে আসে। সেই দলে ঋষভ পন্থ ফিট হয়ে ফিরে এসেছেন এবং দলের অধিনায়কও মনোনীত হয়েছেন। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে গত পাঁচ বছরে ১০০-র বেশি গড় রেখে ব্যাটিং করা সরফরাজের জন্য কোনও জায়গা ছিল না।