চেন্নাই: আইপিএলে দীর্ঘদিন ধরেই খেলছেন। ২০২৩, ২০২৪ মরশুমে চেন্নাই সুপার কিংসের জার্সিতে মহেন্দ্র সিংহ ধোনির দলে খেলেছেন। গত বছর জাতীয় দলেও সাদা বলের ফর্ম্য়াটে সুয়োগ পেয়েছিলেন। কিন্তু গত অক্টোবরে গোড়ালিতে চোট পেয়েছিলেন তুষার দেশপাণ্ডে। যা কেরিয়ারে কিছুটা ব্যাঘাতের সৃষ্টি করে। গত মরশুমে রঞ্জি ট্রফিতেও খেলতে পারেননি। তবে এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের জার্সিতে খেলতে দেখা গিয়েছিল তুষারকে। কিন্তু পারফরম্য়ান্স আহামরি কিছুই হয়নি। তবে ডানহাতি এই পেসার মরিয়া দলীপ ট্রফিতে ভাল খেলতে। ভারতের জার্সিতে টেস্ট খেলাই একমাত্র স্বপ্ন মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা এই পেসারের।

ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে দেশপাণ্ডে বলেছেন, ''গোড়ালির একটা বড় চোট পয়েছিলাম। পা ফেলতেই কষ্ট হচ্ছিল। অপারেশন ছাড়া উপায় ছিল না সেই সময়। গত মরশুমে রঞ্জি খেলতে পারিনি। তবে নিজেকে ক্রমে ফিট করে তুলেছি। আমি আশাবাদী আগামী দিনে আরও ভাল পারফর্ম করার জন্য।''

তুষার আরও বলেন, ''আমার লক্ষ্য বরাবরই টেস্ট ক্রিকেট খেলার। দেশের জার্সিতে টেস্ট ফর্ম্য়াটে খেলতে মরিয়া আমি। তবে আমি ম্য়াচ বাই ম্যাচ এগোতে চাই। নিজেকে এখন ফিট রাখতে চাই সবসময়। আরও বেশি করে ম্য়াচ খেলতে চাই। মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্য়ান্স চাই।''

বল হাতেই মূলত দেখা যায় ২২ গজে তুষারকে। কিন্তু তিনি নাকি বোলার হিসেবে শুরু থেকে নিজেকে কখনও দেখেননি। সাক্ষাৎকারে তুষার বলেন, ''বােলিং আমার কেরিয়ারে অনেক শেষের দিকে এসেছিল। আমি ১৩ বছর বয়স পর্যন্ত মনে করতাম যে ব্যাটিংটাই বোধহয় আমার প্লাস পয়েন্ট। নিজেকে ব্যাটার হিসেবেই দেখতাম। আমার বাবা আমাকে একটা কথাই বলতেন যে ধৈর্য্য ধরে ব্যাটিং করতে পারলে, ভাল ব্যাটার হতে পারব। তিনি শুধু বলতেন যে নিজের ভুলে উইকেট দিতে না। বোলার যেন উইকেট তুলে নিতে পারে, তেমন পরিস্থিতি তৈরি করতে।''