কটক: আর ২৪ ঘণ্টাও বাকি নেই। রবিবাসরীয় দুপুরেই কটকের বারাবটি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডেতে (IND vs ENG 2nd ODI) মাঠে নামবে ভারতীয় দল। তার আগে ভারতীয় দল শহরে পৌঁছে গিয়েছে গোটা টিম ইন্ডিয়া। আর কটকে পৌঁছনোর পরেই আজ পুরীর জগন্নাথ মন্দিরে (Jagannath temple) শ্রদ্ধা জ্ঞাপন করতে ছুটলেন ভারতের দলের তারকা ত্রয়ী।
ভারতীয় দলের তারকাদের মধ্যে অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর ও বরুণ চক্রবর্তীকে পুরীর জগন্নাথ মন্দিরে দেখা গিয়েছে। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ভারতীয় দলের তারকারা মন্দির চত্ত্বরে উপস্থিত হন। বেহেরান গেট দিয়ে তাঁরা মন্দিরে প্রবেশ করে জগন্নাথ, বলরাম ও শুভদ্রার প্রতি নিজেদের শ্রদ্ধা জ্ঞাপন করে পুজো করেনে তাঁরা। এই ভিডিও বর্তমানে সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল।
ওয়াশিংটন সুন্দরকে এই দর্শনেপ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'খুব ভালভাবেই আমরা দর্শন সারতে পেরেছি।' ঈশ্বরের কাছে পুজো দেওয়ার পর কী জয় আসবে? কটকে ভারতীয় দলের রেকর্ড খুব একটা আহামরি না হলেও, বর্তমানে দুরন্ত ছন্দে রয়েছে ভারত। বারাবটি স্টেডিয়ামে জয় পেলেই টি-টোয়েন্টির পর ওয়ান ডে সিরিজ়ও নিজেদের দখলে করে ফেলবে টিম ইন্ডিয়া। সেই লক্ষ্যেই নামছে রোহিত বাহিনী।
দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ভারতীয় দলের সমর্থকদের নজর থাকবে বিরাট কোহলির ফিটনেসের দিকেও। প্রথম ওয়ান ডেতে তিনি হাঁটুর চোটের কারণে খেলতে পারেননি। তিনি কি দ্বিতীয় ওয়ান ডেতে খেলতে পারবেন? তাঁর চোট যে খুব একটা গুরুতর নয়, তা আগেভাগেই জানিয়েছিলেন দলের সহ-অধিনায়ক শুভমন গিল। গিল বলেন, 'চিন্তার কোনও কারণ নেই, তেমন গুরুতর কিছু হয়নি। গতকাল অনুশীলনের সময় তো ওঁ ঠিকই ছিলেন। ম্যাচের দিন সকালে উঠে ও ওঁর হাঁটুতে হালকা ফোলাভাব দেখে এই যা। নিশ্চিতভাবেই দ্বিতীয় ওয়ান ডেতে ওঁকে খেলতে দেখা যাবে।' কথায় আছে কারও পৌষ মাস তো কারও সর্বনাশ। এক্ষেত্রেও অনেকটা এমনই হয়েছে।
দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের আগে ভারতীয় দলের নবনিযুক্ত ব্যাটিং কোচ সীতাংশু কোটাকও কোহলির ফিটনেস নিয়ে কথা বলতে গিয়ে অনেকটা গিলের সুরেই কথা বললেন। তিনি জানান, 'কোহলি ফিট। এখানে অনুশীলন করতে প্রস্তুত এবং মাঠে নামতেও তৈরি।' তবে কোহলি ফিরলে কি শ্রেয়স আইয়ারের কপাল পুড়বে? আইয়ার প্রথম ওয়ান ডেতে দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকিয়েছিলেন।
তবে তিনি নিজেই জানিয়েছিলেন কোহলি চোট পাওয়ায় তিনি সুযোগ পেয়েছিলেন। তাহলে কি দ্বিতীয় ওয়ান ডেতে শ্রেয়সের জায়গায়ই খেলবেন কোহলি? এ বিষয়ে অবশ্য় তিনি তেমন কিছু বলতে চাননি। 'এটা তো পুরোটাই অধিনায়ক ও কোচের সিদ্ধান্ত। আমি এই বিষয়ে কিছু বলতে পারব না।'
আরও পড়ুন: গলে ভেঙে গেল গিলক্রিস্টের রেকর্ড, অজ়ি হিসাবে সর্বকালীন ইতিহাস গড়লেন অ্যালেক্স ক্যারি