নয়াদিল্লি: ৩০ অগাস্ট থেকে শুরু হতে চলেছে এ বছরের এশিয়া কাপ (Asia Cup 2023)। বিশ্বকাপের আগে এটাই শেষ বড় টুর্নামেন্ট। সব দলগুলিই শেষ মুহূর্তের প্রস্তুতি ঝালিয়ে নেবে। এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ, পাকিস্তান দল ঘোষণা করে দিলেও টিম ইন্ডিয়ার (Team India) দল ঘোষণা হয়নি। খবর অনুযায়ী, সোমবার ২১ অগাস্টই ভারতীয় নির্বাচকরা এশিয়া কাপের জন্য দল ঘোষণা করবে। শোনা যাচ্ছে, এশিয়ার কাপের জন্য ১৫ নয়, ১৭ জনের দল বাছাই করা হবে। এই নির্বাচর্নী বৈঠকে ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ও (Rahul Dravid) উপস্থিত থাকবেন বলে শোনা যাচ্ছে।


অতীতে কোচ থাকাকালীন অনিল কুম্বলে বা রবি শাস্ত্রী, কেউই ভারতীয় দলের নির্বাচনী বৈঠকের অংশ থাকতেন না। তবে অস্ট্রেলিয়ার মতো ভারতীয় দলের কোচ কিন্তু নির্বাচকমণ্ডলীর অংশ নন। তবে দ্রাবিড়ের এ বার বৈঠকে উপস্থিত থাকবেন। অবশ্য বৈঠকে দ্রাবিড় ও রোহিত সশরীরে উপস্থিত থাকবেন না সোশ্যাল মাধ্যম মারফত উপস্থিত থাকবেন, সেই বিষয়ে নিশ্চিত করে কিছুই জানা যায়নি।


সামনেই বিশ্বকাপ। মেগা টুর্নামেন্টের জন্য ১৫ জনকেই দল রাখা যাবে। তবে বিশ্বকাপের কথা মাখায় রেখেই সম্ভবত এশিয়া কাপে ১৭ জন পর্যন্ত খেলোয়াড়কে স্কোয়াডে রাখা যাবে বলে জানানো হয়েছে। সেই মতোই পাকিস্তান, বাংলাদেশ ১৭ জনের দলই ঘোষণা করেছে। ভারতও সেই পথেই হাঁটতে চলেছে বলে খবর। পিটিআইকে এক সূত্র জানান, 'বিশ্বকাপের ১৫ জন সদস্যের প্রাথমিক দল ৫ সেপ্টেম্বরের মধ্যে ঘোষণা করার কথা। তবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত দলে রদবদল করার সুযোগ রয়েছে। সেই কথা মাথায় রেখেই এশিয়া কাপের জন্য দুইজন বাড়তি খেলোয়াড়কে দলে নেওয়ার সম্ভাবনা রয়েছে।'


সোমবার নির্বাচকমণ্ডলীর সঙ্গে বৈঠকে বসতে পারেন রোহিত শর্মা। সূত্রের খবর, এশিয়া কাপের দল বাছাই নিয়ে অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচকমণ্ডলীর সঙ্গে বিসিসিআইয়ের অফিসে বৈঠকে বসবেন ভারত অধিনায়ক। মূলত সিনিয়র কয়েকজন ক্রিকেটার ও তাঁদের উপস্থিতি নিয়েই আলোচনা হতে পারে এই বৈঠকে। কেএল রাহুল, শ্রেয়স আইয়ারের মতো ওয়ান ডে দলে নিয়মিত সদস্যের ফিটনেসের বিষয়ে বিশদ ধারণা পেতেই দল বাছাইয়ে বিসিসিআই এত বিলম্ব করছে বলে বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: আসন্ন বিশ্বকাপের ম্যাসকট প্রকাশ করল আইসিসি